• লা লিগা
  • " />

     

    লোপেতেগিকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ

    লোপেতেগিকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ    

    রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিয়েছেন এই মৌসুমেই। কিন্তু মাত্র ১০ ম্যাচেই শেষ হয়ে গেল রিয়াল-অধ্যায়, বরখাস্ত হয়েছেন হুলেন লোপেতেগি। রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক বার্তায় নিশ্চিত করেছেন খবরটি। লোপেতেগির জায়গায় কে আসছেন, তা এখনো জানা যায়নি। তবে আপৎকালীন কোচ হিসেবে সাবেক রিয়াল খেলোয়াড় আর্জেন্টিনার সান্তিয়াগো সোলারির নাম ঘোষণা করা হয়েছে। 

    মৌসুমের শুরুটা খারাপ না হলেও প্রথম কয়েক ম্যাচের পরেই পথ হারিয়ে ফেলে রিয়াল। ১৯৮৫ সালের পর তারা প্রথমবার ৪৬৫ মিনিটের মধ্যে গোল পায়নি। তবে লোপেতেগির বিদায়টা নিশ্চিত করে দিয়েছে এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৫-১ গোলের পরাজয়। রিয়াল এরপর লিগে নেমে গেছে নয়ে, এই মৌসুমে শিরোপাজয়ের সম্ভাবনাও বড় একটা ধাক্কা খেয়েছে। এর পরেই অনুমান করা হচ্ছিল, লোপেতেগিকে বরখাস্ত করার ঘোষণা আসাটা সময়ের ব্যাপার। আজ বোর্ড সদস্যদের জরুরি সভার পরেই এসেছে এই সিদ্ধান্ত। 

    এক বার্তায় রিয়াল জানিয়েছে, 'রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত যে ফল পেয়েছে তার সঙ্গে খেলোয়াড়দের মানের পার্থক্যটা অনেক বেশি, বিশেষ করে যে ক্লাবে আটজন ব্যালন ডি অর মনোনয়ন পাওয়া খেলোয়াড় আছে। লোপেতেগি যা করেছেন সেজন্য তাকে ক্লাব ধন্যবাদ জানাচ্ছে।'