সংখ্যায় সংখ্যায় লোপেতেগির ব্যর্থতা
ক্লাসিকোর হারের পর জানা গিয়েছিল, গতকালই বরখাস্ত হতে পারেন তিনি। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়াতে হলো হুলেন লোপেতেগিকে। রিয়ালের কোচ হিসেবে এক মৌসুমও থাকতে পারলেন না তিনি।
৪
রাশিয়া বিশ্বকাপ শুরুর মাত্র দুদিন আগে রিয়ালের কোচ হওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর স্পেনের কোচের পদ থেকে বরখাস্ত করা হয় লোপেতেগিকে। রিয়ালের দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মাথায়ই সরে দাঁড়াতে হলো তাকে।
৯
লোপেতেগি যখন বিদায় বলছেন, রিয়াল মাদ্রিদ তখন লা লিগার ৯ম স্থানে নেমে গেছে।
১৪
স্পেনের কোচের পদ থেকে বরখাস্ত হয়ে রিয়ালের কোচ হয়েছিলেন লোপেতেগি। রিয়ালের ডাগআউটে দাঁড়াতে পেরেছেন মাত্র ১৪ ম্যাচ। এর মাঝে ছয় ম্যাচে পেয়েছেন জয়, হারতে হয়েছে ছয় ম্যাচে, বাকি দুই ম্যাচ হয়েছে ড্র।
লোপেতেগির অধীনে লা লিগায় রিয়াল করেছে মাত্র ১৪ গোল, হজমও করেছে ১৪টি। ২০০৪-০৫ মৌসুমের পর এতো কম গোল করেনি রিয়াল। ২০০৮-০৯ মৌসুমের পর এত বেশি গোলও হজম করেনি তারা। ১৯৪৭-৪৮ মৌসুমের পর এই প্রথম লিগে ১০ ম্যাচের পর রিয়ালের গোল ব্যবধান শূন্য।
২০
লোপেতেগির অধীনে সব টুর্নামেন্ট মিলিয়ে রিয়াল গোল খেয়েছে ২০টি, করেছে ২১টি।
৬৫
মৌসুমের এখন পর্যন্ত রিয়ালের দুই গোলরক্ষকের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। কেইলর নাভাস ও থিবো কোর্তোয়া লা লিগায় সেভ করেছেন মাত্র ৬৫ শতাংশ শট। এবার লা লিগায় এর চেয়ে বাজে গোলকিপিং করেছে আর তিনটি দল।
১৭৯
লোপেতেগির অধীনে লা লিগায় রিয়াল ফরোয়ার্ডরা শট নিয়েছে মাত্র ১৭৯টি। রিয়ালের নেওয়া অধিকাংশ শটই ঠেকিয়ে দিয়েছে প্রতিপক্ষ গোলরক্ষকরা।
গোলপোস্টের দিকে নেওয়া শটকে খুব বেশি গোলে পরিণত করতে পারেননি বেনজেমা, ইস্কোরা। শট কনভার্সন ছিল মাত্র ৭.৮২ শতাংশ, যা এবারের লা লিগায় ৭ম সর্বনিম্ন।