• লা লিগা
  • " />

     

    কন্তের চাহিদার কারণেই আগ্রহী নয় রিয়াল

    কন্তের চাহিদার কারণেই আগ্রহী নয় রিয়াল    

     

    হুলেন লোপেতেগির পর তাকেই ধরা হচ্ছিল রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ। সাবেক চেলসি কোচ আন্তোনিও কন্তের সাথে নাকি কথাও হয়েছিল ক্লাব প্রেসিডেন্ট পেরেজের। কন্তেকে হয়ত শেষ পর্যন্ত কোচের দায়িত্ব নাও দিতে পারে রিয়াল। শোনা যাচ্ছে, কন্তের বেশ কিছু চাহিদার কারণেই নাকি আগ্রহ হারিয়ে ফেলেছে তারা।

    ক্লাসিকোর আগে থেকেই গুঞ্জন ছিল, বার্সেলোনার কাছে হারলেই বিদায় নিতে হবে লোপেতেগিকে।  ৫-১ গোলে হেরেছে রিয়াল, বরখাস্ত হয়েছেন লোপেতেগিও। লোপেতেগির উত্তরসূরি হিসেবে কন্তের কথা ভাবা হলেও দুই পক্ষের আলোচনায় বেশ কিছু দাবি তুলেছেন কন্তে। 

    কিন্তু কী এমন দাবি করেছেন কন্তে? স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, কোচের দায়িত্ব নেওয়ার পর কন্তে নতুন একজন ডিফেন্ডার কিনতে চান। সেই সেন্টার ব্যাককে নিয়ে 'তিনজনের রক্ষণভাগের' প্রিয় ফরমেশন সাজাতে চান তিনি। শুধু ডিফেন্ডার না, কন্তে চাইছেন রিয়াল নতুন একজন স্ট্রাইকারও কিনুক।

    কন্তের এই চাহিদা পূরণ করার ব্যাপারে প্রাথমিকভাবে কোনো সাড়া দেয়নি রিয়াল কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, কন্তের এই চাহিদা পূরণ করতে রাজি নয় রিয়াল। এই কারণেই কোচের দায়িত্ব নেওয়ার ব্যাপারে তার সাথে আলোচনা অনেকটাই পিছিয়ে গেছে।

    চেলসিতে থাকার সময়েও নতুন ফুটবলার কেনা নিয়ে কর্তৃপক্ষের সাথে দ্বন্দ্বে জড়িয়েছিলেন কন্তে। শেষ পর্যন্ত কে হবে রিয়ালের পরবর্তী স্থায়ী কোচ, সেটা জানা যাবে দ্রুতই।