শেষদিনে এসে যা একটু প্রস্তুতি হলো জিম্বাবুয়ের
প্রস্তুতি ম্যাচ
জিম্বাবুইয়ানস ১৪৫/৫ ডিক্লে. (মাসাকাদজা ৩৯, উইলিয়ামস ২৯, এবাদত ২/১৩, রুবেল ১/২২)
বিসিবি একাদশ ৫৬/২
ম্যাচ ড্র
প্রস্তুতি ম্যাচের শেষদিনে এসে ৩৯ ওভার ব্যাটিংয়ের পর ১৮ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছে জিম্বাবুইয়ানরা। চট্টগ্রামে একমাত্র প্রস্তুতি ম্যাচে শেষদিনেও বাগড়া দিয়েছে বৃষ্টি।
৭ উইকেটে ১৪৮ রান তুলেছে জিম্বাবুইয়ানরা, অন্যদের সুযোগ দিতে স্বেচ্ছা অবসরে গেছেন হ্যামিল্টন মাসাকাদজা ও শেন উইলিয়ামস। মাসাকাদজা করেছেন ৮৮ বলে ৩৯, ৪২ বলে ২৯ রান করেছেন উইলিয়ামস। দিনের খেলার শুরুর দিকেই এবাদতের বলে বোল্ড হয়েছিলেন ব্রেন্ডন টেইলর। ৪৬ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন সিকান্দার রাজা।
নয়জন বোলার ব্যবহার করেছেন বিসিবি একাদশের অধিনায়ক রুবেল হোসেন। নিজে পেয়েছেন একটি উইকেট, পেসার এবাদত নিয়েছেন ১৩ রানে ২ উইকেট। নামিয়ে দেওয়া হয়েছিল ১৫ বছর বয়সী লেগস্পিনার আফ্রিদিকেও। বিডিনিউজটোয়েন্টিফরডটকমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেছেন, জাতীয় দলের নেটে তাকে দেখেই পরখ করার জন্য নামানো হয়েছিল তাকে। ৩ ওভার বোলিং করে ১১ রান দিয়েছেন তিনি, পিটার মুরকে করেছেন এলবিডব্লিউ।
ব্যাটিং ওপেন করতে পাঠানো হয়েছিল আরিফুল হককে, ১৫ বলে ৪ রান করে কাইল জারভিসের বলে ক্যাচ দিয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা এই অলরাউন্ডার। এরপর মিজানুর রহমান আউট হয়েছেন ১৯ রান করে, রায়ান বার্লের বলে।
খেলা শেষ হওয়ার সময় অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন।
সিলেটে ৩ নভেম্বর শুরু হবে দুই দলের প্রথম টেস্ট, এর আগে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।