বেটিসের বিপক্ষেই ফিরছেন মেসি
হাতের ইনজুরির কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা ছিল তাঁর, ফেরার কথা ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে। সময়ের অনেক আগেই অবশ্য সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছিলেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে খেলার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত স্কোয়াডে ছিলেন না। আজ লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরতে পারেন মেসি।
ইন্টারের বিপক্ষে ম্যাচে দলের সাথে ইতালিতে গিয়েছিলেন মেসি। তবে ডাক্তারের ছাড়পত্র না পাওয়ায় তাকে ছাড়াই মাঠে নামে বার্সেলোনা। বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে জানিয়েছেন, মেসিকে নামাতে আর কোনো ঝুঁকি নেই, ‘সতর্কতা অবশ্যই মানতে হবে। আগের ম্যাচে আমরা জানতাম মেসিকে খেলানোটা ঝুঁকিপূর্ণ হবে। কিন্তু এখন মনে হয় না আর ঝুঁকি আছে।’
তবে আজ মাঠে নামলেও পুরো ৯০ মিনিট না খেলার সম্ভাবনাই বেশি মেসির, আভাস দিলেন ভালভার্দে, ‘আসলে এটা নিয়ে এখনই বলতে পারছি না। সে ৯০ মিনিট পুরো খেলবে কিনা সেটা কালই সিদ্ধান্ত নেব। এই ইনজুরির পর মেসির ভয়টা কেটে গেছে। সে আর পড়ে গিয়ে ব্যথা পাওয়ার ভয়টা পায় না। আমার মনে হয় সে নিশ্চিতভাবেই মাঠে নামার জন্য প্রস্তুত বেটিসের বিপক্ষে।’
মেসির পাশাপাশি ইনজুরি কাটিয়ে ফিরছেন স্যামুয়েল উমতিতিও। ইনজুরির শঙ্কায় জার্মানি জাতীয় দলে গোলরক্ষক টের স্টেগানের জায়গা না হলেও বার্সেলোনার গোলপোস্ট আজ তিনিই সামলাবেন।
রাতে ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল বেটিস।