নাচো দুই মাস, কাসেমিরো তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে
দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন নাচো ফার্নান্দেজ। রিয়াল মাদ্রিদের ইনজুরির তালিকা অবশ্য বড় হয়েছে আরও। কাসেমিরোওকে অন্তত তিন সপ্তাহের জন্য পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।
সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষের মারমুখী আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রিয়াল ম্যানেজার সান্তিয়াগো সোলারি। ম্যাচের ১৮ মিনিটেই কাসেমিরোকে বদলি করাতে বাধ্য হয়েছিলেন তিনি।পরে মেডিকেল রিপোর্ট নিশ্চিত করেছে, ডান পায়ের অ্যাংকেল মচকে গেছে কাসেমিরোর। আর নাচোর সমস্যা ডান পায়ের লিগামেন্টে। ক্লাব বিশ্বকাপেও খেলা হবে না তার।
এমনিতেই রিয়াল মাদ্রিদের ইনজুরির লিস্টটা ছিল বড়। মার্সেলো, রাফায়েল ভারান, রেগুইলন, ভ্যালেহোদের সবাই আছেন মাঠের বাইরে।