লা লিগা জমে ওঠায় খুশি মেসি
এই মৌসুমের শুরু থেকেই লা লিগার শীর্ষস্থানের জন্য লড়াইটা হচ্ছে জমজমাট। শীর্ষে যেই থাকুক না কেনো, পরের দলগুলোর সাথে পয়েন্ট ব্যবধান খুব সামান্যই থাকছে। দুদিন আগে ঘরের মাঠে রিয়াল বেতিসের কাছে হারলেও শীর্ষে আছে বার্সেলোনা। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সেভিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ ও আলাভেস। লিওনেল মেসি বলছেন, লা লিগা জমে ওঠায় খুশি তিনিও।
২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। পরের তিন দল সেভিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ ও আলাভেসের পয়েন্ট ২৩। ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে এস্পানিওল, ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। বেতিসের কাছে বার্সার হার আবারও প্রমাণ করেছে, এবার লা লিগায় শিরোপা লড়াইটা জমবে অন্য যেকোনো মৌসুমের চেয়ে বেশি।
মেসি মনে করেন, শিরোপা লড়াই জমে ওঠায় লাভ লা লিগারই, ‘এই মৌসুমে শীর্ষস্থান নিয়ে লড়াইটা দারুণ জমেছে। কোনো প্রতিপক্ষই সহজ না, সবাই সবাইকে হারিয়ে দিতে পারে। আমি আশা করি পুরো লিগজুড়েই এরকম থাকবে, এটা সবার জন্যই ভালো। তবে এর মাঝে বার্সেলোনা এগিয়ে থাকবে, এটাই চাই।’
নির্ধারিত সময়ের আগেই ইনজুরি কারিতে মাঠে ফিরেছেন মেসি। বেতিসের বিপক্ষে জোড়া গোলও পেয়েছেন। তবে ফেরার ম্যাচে কিছুটা শঙ্কাও কাজ করছিল, স্বীকার করলেন মেসি, ‘সম্পূর্ণ সুস্থ হয়েই খেলায় ফিরেছি। যদিও শুরুতে একটু ভয়ে ছিলাম পড়ে যাবো কিনা! কিন্তু ম্যাচের সময় বাড়ার সাথে সাথে সেটা দূর হয়েছে। মাঠে নামার জন্য মুখিয়ে ছিলাম কয়েকদিন ধরেই।’
জমজমাট লড়াই শেষে কার ঘরে উঠবে লিগ শিরোপা, সেটার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস।