২০২১ সাল পর্যন্ত সোলারির সাথে রিয়ালের চুক্তি
দুই সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন তিনি। টানা কয়েক ম্যাচে দারুণ সাফল্যের পর সান্তিয়াগো সোলারিকে স্থায়ীভাবে রিয়ালের কোচ করার জোরালো দাবি ওঠে। শেষ পর্যন্ত সেই দাবিই রেখেছে রিয়াল কর্তৃপক্ষ। গত পরশু জানানো হয়েছিল, সোলারিই দায়িত্বে বহাল থাকছেন। এবার আনুষ্ঠানিকভাবে জানান হলো, সোলারির সাথে চুক্তিটা হচ্ছে ২০২১ সাল পর্যন্ত।
এল ক্লাসিকোতে ৫-১ গোলে হারের পর হুলেন লোপেতেগিকে বরখাস্ত করেছিল রিয়াল। নতুন স্থায়ী কোচ নিয়োগের আগে দুই সপ্তাহের জন্য অস্থায়ী কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল যুব দলের কোচ সোলারিকে। দায়িত্ব নেওয়ার পরেই যেন সোলারি বদলে দিয়েছেন রিয়ালকে। সোলারির অধীনে চার ম্যাচে চারটিতেই জিতেছে রিয়াল, গোল করেছে ১৪টি। যেখানে লোপেতেগির অধীনে শেষ আট ম্যাচে গোল এসেছিল মাত্র পাঁচটি।
সমর্থকদের পাশাপাশি কাসেমিরো, বেনজেমারাও চাইছিলেন, সোলারিকেই যেন পরবর্তী কোচের দায়িত্বটা দেওয়া হয়। ফ্লোরেন্তিনো পেরেজ তাদের কথাই রাখলেন। রিয়ালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে, সোলারির সাথে প্রাথমিকভাবে ২০২১ সাল পর্যন্ত চুক্তি হচ্ছে, ‘রিয়াল কর্তৃপক্ষ এক বৈঠক শেষে সিদ্ধান্ত নিয়েছে, সোলারিকেই স্থায়ী কোচের দায়িত্ব দেওয়া হচ্ছ। তাঁর সাথে চুক্তি করা হবে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত।’
তবে তিন বছরের জন্য চুক্তি হলেও শেষ পর্যন্ত সোলারি কতদিন টিকতে পারেন, সেই উত্তর পাওয়া যাবে ভবিষ্যতেই।