মেসিকে ফিরতেই হবে: ম্যারাডোনা
কিছুদিন আগে খানিকটা অভিমান করে তিনিই বলেছিলেন, আর্জেন্টিনা হারলে সব দায় হয় লিওনেল মেসির। তাই মেসিকে আর জাতীয় দলে না ফেরার পরামর্শও দিয়েছিলেন। ডিয়েগো ম্যারাডোনার সুর এবার কিছুটা বদলে গেল। সাবেক এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন বলছেন, মেসি না ফিরলে আরও খারাপ অবস্থায় পড়বে আর্জেন্টিনা, মেসিকে তাই ফিরতেই হবে!
রাশিয়া বিশ্বকাপের অনেক আগে থেকেই মেসি বলছিলেন, এবার শিরোপা জিততে না পারলে হয়ত আর জাতীয় দলের হয়ে দেখা যাবে না তাকে। ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপে মাত্র দ্বিতীয় রাউন্ডেই থেমে গেছে মেসিদের যাত্রা। বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলছেন না মেসি। আর্জেন্টিনা কোচ, ফুটবল ফেডারেশনের সভাপতিসহ অনেকেই মেসির সাথে আলোচনায় বসেছেন। এই বছর আর আর্জেন্টিনার হয়ে খেলবে না মেসি, সেটা নিশ্চিত। তবে আদৌ কি আর জাতীয় দলে ফিরবেন? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সবার মনেই।
ম্যারাডোনা মানছেন, মেসি না ফিরলে বড় বিপদে পড়বে আর্জেন্টিনা, ‘মেসির ফেরা নিয়ে অনেক কথা হচ্ছে। আমার মনে হয় সে আর্জেন্টিনার জার্সি গায়ে ফিরে আসবে। যদি সে সত্যিই আর না খেলে, তাহলে কিন্তু জাতীয় দল অনেক বেশি বিপদেই পড়ে যাবে!’
এদিকে আর্জেন্টিনা জাতীয় দলের জেনারেল ম্যানেজার জর্জ বুরুচাগা মনে করেন, মেসি জাতীয় দলে ফিরবেন না, এটা হতেই পারে না, ‘মেসি কবে ফিরবেন সেটা কেউ জানে না। এই বছর যে তিনি ফিরছেন না এটা নিশ্চিত। তবে সে আর কখনোই ফিরবে না, এটা হতেই পারে না! তাঁর অনুপস্থিতিটা সাময়িক। আমরা আশা করছি সে আগামী বছরেই জাতীয় দলকে নেতৃত্ব দেবেন।’
আগামী শনিবার মেসিকে ছাড়াই মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা।