রোনালদোর যত রেকর্ড
এসপানিওলের সঙ্গে এক ম্যাচে পাঁচ গোলের পর কাল শাখতার দোনেৎস্কের সঙ্গে হ্যাটট্রিক। আরও কিছু রেকর্ড নিজের করে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো :
- চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে মেসির চেয়ে এগিয়ে গেলেন রোনালদো। মেসির গোল এখন ৭৭টি, রোনালদোর তিনটি বেশি
- চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি গোলও এখন রোনালদোর (১১টি)। আগের রেকর্ডটি ছিল লুইস ফিগোর
- পেশাদার ক্যারিয়ারে নিজের ৪৯৯তম গোল করলেন রোনালদো (স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, পর্তুগালের হয়ে)
- স্প্যানিশ ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিক (৩৩টি) এখন রোনালদোর
- আর একটি গোল করলেই রাউলের রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন। রোনালদোর গোল এখন ৩২২টি।
- চ্যাম্পিয়নস লিগের প্রথম দিনে ফিলিপ্পো ইনজাঘির সাত গোল ছাড়িয়ে সবচেয়ে বেশি গোল এখন রোনালদোর (নয়টি)