মেসির 'ছায়ায়' না থাকতেই বার্সায় যাননি গ্রিজমান!
লিওনেল মেসির ‘ছায়া’ থেকে বের হতেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। মেসির ‘ছায়াতলে’ থাকতে হবে, এই শঙ্কা শুধু নেইমার নয়, পেয়ে বসেছিল আরেকজনকেও। তাইতো বার্সেলোনাতে যোগ দেওয়ার প্রস্তাব পেলেও সেটা গ্রহণ করেননি অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড আতোইন গ্রিজমান।
বিশ্বকাপের আগে থেকেই শোনা যাচ্ছিল, অ্যাটলেটিকো ছেড়ে বার্সাতে আসতে পারেন গ্রিজমান। ৮৭ মিলিয়ন পাউন্ডে হতে পারত এই দলবদল, শেষ মুহূর্তে অবশ্য গ্রিজমান কাতালান ক্লাবটিতে আসতে রাজি হননি।
এতদিন পর গ্রিজমান জানালেন তাঁর বার্সেলোনাতে না আসার কারণ, ‘বার্সেলোনাকে মানা করে দেওয়াটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। বার্সেলোনার সবাই চেয়েছিল আমি সেখানে যোগ দেই। কিন্তু আমি যেখানে খেলছি, সেখানে আমার গুরুত্ব অনেক বেশি। সবকিছু আমাকে কেন্দ্র করেই হয়। অন্যদিকে আমি এটাও ভেবেছিলাম, বার্সাতে গেলে সবসময় মেসির পেছনেই থাকতে হবে। মেসির ছায়ার থাকতে চাইনি বলেই অ্যাটলেটিকোতে থেকে গিয়েছি।’
গ্রিজমান যেন বার্সেলোনায় না যান, এজন্য তাঁর সতীর্থরাও নাকি অনেক বেশি চেষ্টা করেছিলেন, ‘অ্যাটলেটিকো কর্মকর্তা ও আমার সতীর্থরা বারবার আমার সাথে কথা বলেছিল। আমার বেতন বাড়ানর প্রস্তাবও দেওয়া হয়েছিল। তাঁরা আমাকে বুঝিয়েছে, এটাই আমার বাড়ি, আমি যেন অ্যাটলেটিকো ছেড়ে না যাই। সময়টা খুব কঠিন ছিল। আমি তো রাত ৩ টায় উঠেও স্ত্রীর সাথে এসব নিয়ে আলোচনা করতাম!’