• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    টুকরো কাগজে নেদারল্যান্ডসের গোল রহস্য

    টুকরো কাগজে নেদারল্যান্ডসের গোল রহস্য    

     

    নির্ধারিত সময়ের খেলা শেষ, অতিরিক্ত সময়ের খেলা চলছে। তখনও জার্মানির বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে থাকায় নেদারল্যান্ডসের নেশনস লিগের সেমিতে ওঠা অনিশ্চিত। শেষ মুহূর্তে দারুণ এক গোল করে ডাচদের সেমিতে পৌঁছে দিলেন ভার্জিল ভ্যান ডাইক। ম্যাচের পর জানা গেছে, ম্যাচের অন্তিম মুহুর্তে নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোমেনের কৌশলের কারণেই ড্র করেছে ডাচরা।

    জার্মানির বিপক্ষে ৯০ মিনিটে গোল করে সমতা এনেছেন সেন্টারব্যাক ডাইক। কিন্তু একজন ডিফেন্ডার প্রতিপক্ষের বক্সের ভেতরে কেনো থাকবেন? এখানেই চমক দেখিয়েছেন ডাচ কোচ। পুরো ম্যাচে জার্মান রক্ষণভাগ খুব একটা ভেদ করতে পারেনি ডাচ ফরোয়ার্ডরা। শেষের দিকে কোমেন তাই আক্রমণভাগে বেশ কিছু পরিবর্তন আনার কথা ভাবেন। কে কোথায় খেলবেন, সেটাও নতুনভাবে সাজান। সেখানে তিনি ডাইককে স্ট্রাইকার পজিশনে খেলানোর সিদ্ধান্ত নেন।

    শেষ পর্যন্ত কোমেনের এই কৌশলটাই কাজে দিয়েছে। বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক গোল করেছেন ডাইক, তাঁর গোলেই ম্যাচে সমতা ফিরেছে। মহামূল্যবান এক পয়েন্ট পেয়ে সেমিতে উঠেছে ডাচরা। কোমেন তাই নিজের ওই সিদ্ধান্তে খুশি, ‘আমরা ২-০ গোলে পিছিয়ে ছিলাম। আমাকে লডওয়েজ ও ওন্ডারেন আমাকে বললেন,  ঘুরে দাঁড়ানোর জন্য কিছু করা যায় কি? কিছুক্ষণের মাঝেই আমি একটা ছক কষে ফেললাম। সাথে সাথেই সেটা কেনিকে দিয়ে দিলাম। সে মাঠের সবাইকে এটা দেখিয়ে সেভাবে খেলতে বলল। শেষ পর্যন্ত এটা কাজে দিয়েছে। গোলটা এমন একজনের পা থেকে এসেছে জাকে ডিফেন্স থেকে ফরোয়ার্ডে খেলতে বলা হয়েছিল।’

    ম্যাচে ডাচদের ‘নায়ক’ ডাইকও গোলটা করতে পরে উচ্ছ্বসিত, ‘এটা দারুণ এক অনুভূতি। আমি নিজেকে নিয়ে গর্বিত, দলের সবারই তাদের নিয়ে গর্ব করা উচিত। আমরা কখনোই হার মানিনি। ভুলে গেলে চলবে না জার্মানি কতটা ভালো দল। হয়ত তাঁরা ফ্রান্সের চেয়েও ভালো। তাও আমরা তাদের বিপক্ষে দারুণ খেলেছি।’