• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    রেফারিকে ভ্যান ডাইকের সান্ত্বনা

    রেফারিকে ভ্যান ডাইকের সান্ত্বনা    

    খেলার ৮৫ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে ছিল নেদারল্যান্ডস। এরপর দুই গোল দিয়ে জার্মানির মাঠ থেকে ড্র নিয়েই ফেরে ডাচরা। রোনাল্ড কোমেনের দল  চলে যায় ইউয়েফা নেশনস লিগের ফাইনালেও। ৯১ মিনিটে ডিফেন্ডার ভার্জিল ভান ডাইকের গোলে নির্ধারণ হয়েছে ম্যাচের ভাগ্য। ম্যাচ শেষের বাঁশি বাজার পর সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকার কথা ছিল ভ্যান ডাইকের। কিন্তু ভ্যান ডাইকই অন্য আরেকজনের দিকে তাকিয়ে নিজের উদযাপন কমিয়ে আনলেন।

    ম্যাচ শেষে রেফারি অদিভিউ হাতেগানকে কান্নায় ভেঙে পড়তে দেখেছেন ভ্যান ডাইক। এরপরই  হাত মেলানোর সময় রেফারিকে জড়িয়ে ধরেছেন তিনি। ম্যাচ শেষে ভ্যান ডাইক নিজেই ঘটনার বিবরণ দিয়েছেন। "রেফারি কয়েকদিন আগেই তাঁর মাকে হারিয়েছেন। ম্যাচ পরিচালনার পর তিনি আর আবেগ ধরে রাখতে পারেননি। কান্নায় ভেঙে পড়েছিলেন। আমি তাকে জড়িয়ে ধরে বলেছি, তিনি ম্যাচটা সুন্দরভাবে পরিচালনা করেছেন। তাকে বলেছি শক্ত থাকতে, আমি আসলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। খুব অল্পই করতে পেরেছি তাঁর জন্য। কিন্তু আশা করি সেটাও তাকে এই দুঃসময়ে সাহায্য করবে।"

    গেলসেনকারখেনে ওই খেলোয়াড় আর রেফারির ওই মুহুর্তটা আসলে হার-জিত ছাপিয়ে গেছে, গভীর জীবনবোধের কাছে হার মেনেছেন মাঠের রাগী রেফারিও। আর খেলোয়াড়রা মনে করিয়ে দিয়েছেন, দিনশেষে পুরো ফুটবল বিশ্বই একটা পরিবারের মতো।