বার্সাই ইউরোপের সেরা দল: সিমিওনে
এই মুহূর্তে লিগে দুই দলের পয়েন্ট ব্যবধান মাত্র এক। লা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচটা তাই একটু বাড়তি গুরুত্বই পাচ্ছে। ঘরের মাঠে বার্সেলোনাকে আতিথিয়তা দেওয়ার আগে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে বলছেন, গত কয়েক মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও বার্সাই ইউরোপের সেরা দল, এই ম্যাচে তাই একটু হলেও এগিয়ে থাকবে তাঁরাই।
মৌসুমের শুরুটা ভালো হলে মাঝপথে এসে খেই হারিয়ে ফেলেছিল বার্সা। বেশ কয়েক ম্যাচে পয়েন্ট হারিয়ে বেশ চাপেই ছিল তাঁরা। অন্যদিকে শুরুটা তেমন ভালো না হলে ধীরে ধীরে পয়েন্ট টেবিলের ওপরের দিকে উঠতে থাকে অ্যাটলেটিকো। সেভিয়ার সাথে পয়েন্ট সমান হলে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে আছে তাঁরা।
বার্সার বিপক্ষে ম্যাচের আগে একটু বেশি সতর্ক সিমিওনে, ‘গত কয়েক মৌসুমে বার্সাই ইউরোপের সেরা দল। এই সময়ে চ্যাম্পিয়নস লিগে বেশি কিছু করতে পারলেও লিগে দুর্দান্ত খেলছে তাঁরা। আমরা জানি তাঁরা কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে। এই ম্যাচকে সামনে রেখে আমরা চেষ্টা করেছি ইনজুরি এড়াতে। তাও তিনজন ইনজুরিতে আছে। ম্যাচটা লিগের এই পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ।’
এদিকে বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে মনে করেন, শিরোপার অন্যতম দাবিদার অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচে হবে হাড্ডাহাড্ডি লড়াই, ‘অ্যাটলেটিকো চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার শিরোপা দাবিদার। ম্যাচের সময় এটা মাথায় রেখেই খেলতে হবে। ম্যাচের শুরু থেকে তাঁরা প্রতিপক্ষকে অনেক চাপে রাখে। তাঁরা পাল্টা আক্রমণেও অনেক গোল করে। আমাদের রক্ষণভাগকে এটার ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
জমজমাট এই লড়াইয়ে জিতে শীর্ষস্থান ধরে রাখবে বার্সা? নাকি মেসিদের হারিয়ে শীর্ষে উঠে যাবে গ্রিজমানের অ্যাটলেটিকো? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা।