ইনজুরিতে মৌসুম শেষ রাফিনহার
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বিরতির সময় ইনজুরিতে পড়া সার্জি রবার্তোর বদলি হিসেবে নেমেছিলেন তিনি। সেই নামাটাই কাল হলো বার্সা মিডফিল্ডার রাফিনহার। বাম পায়ের হাঁটুতে আঘাত পেয়ে এই মৌসুমে আর মাঠে নামা হবে না তাঁর। অ্যাটলেটিকো বিপক্ষে ম্যাচে পাওয়া ইনজুরির কারণে পাঁচ মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
মাঠে নামার কিছুক্ষণ পরেই লিগামেন্টে ব্যথা অনুভব করেন রাফিনহা। প্রথমে মনে হয়ছিল, নিজেই মাঠ ছাড়বেন। তবে শেষ বাঁশি বাজা পর্যন্ত খেলে গেছেন। আর এতেই বেশি ক্ষতি হয়েছে তাঁর। বার্সেলোনার পক্ষ থেকে জানান হয়েছে, এই মৌসুমের বাকি সময়টা আর খেলতে পারবেন না রাফিনহা, ‘রাফিনহা বাঁ পায়ের হাঁটুর লিগামেন্টে আঘাত পেয়েছে। এটার জন্য তাঁর অস্ত্রোপচার করাতে হবে। কমপক্ষে পাঁচ মাসের জন্য খেলতে পারবে না সে। তাই এই মৌসুমে তাঁর আর মাঠে নামার সম্ভাবনা নেই।’
এরকম বড় ইনজুরি আগেও হয়েছে রাফিনহার ক্যারিয়ারে। ২০১৫ সালে ডান হাঁটুর লিগামেন্টের ইনজুরির কারণে প্রায় ২০২ দিন মাঠের বাইরে ছিলেন। ইনজুরি কাটিয়ে ফেরার পর ২০১৭ সালের এপ্রিলে আবার সেই ডান হাঁটুতে আঘাত পান, এরপর সেখানে অস্ত্রোপচার করা হয়। তখনও অনেকদিন খেলতে পারেননি।
রাফিনহার পাশাপাশি ইনজুরিতে পড়েছেন সার্জি রবার্তোও। বার্সেলোনা জানিয়েছেন, কমপক্ষে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি। দুটি লা লিগার ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগের দুটি ম্যাচ, মোট চারটি ম্যাচে খেলতে পারবেন না রবার্তো।