• লা লিগা
  • " />

     

    রিয়ালেই ক্যারিয়ার শেষ করতে চান মদ্রিচ

    রিয়ালেই ক্যারিয়ার শেষ করতে চান মদ্রিচ    


     

     

    রাশিয়া বিশ্বকাপে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয়েছিল তাঁর। ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে যাওয়া লুকা মদ্রিচ অবশ্য জিতেছিলেন বিশ্বকাপের সেরা ফুটবলারের খেতাব। এরপর ফিফার বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন তিনি। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকল ব্যালন ডি অরেও। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির রাজত্বের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ব্যালন ডি অর জিতেছেন মদ্রিচ। পুরস্কার জেতার পর মদ্রিচ বলছেন, ক্যারিয়ারের বাকিটা সময় রিয়াল মাদ্রিদেই কাটিয়ে দিতে চান তিনি।

    মেসি-রোনালদোর দশ বছরের রাজত্ব শেষ করে ব্যালন ডি অর জিতেছেন তিনি। এই পুরস্কার জয়ের পর আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন মদ্রিচ, ‘আমার এখন যে অনুভূতি হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। যারা এই দীর্ঘ যাত্রায় আমার সাথে ছিলেন, তাদের অনেক ধন্যবাদ, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি নিজের চোখের পানি আসলেই ধরে রাখতে পারছি না! কত বড় বড় ফুটবলার এই পুরস্কার জিতেছে, তাদের পাশে এখন আমিও আছি!’

    রিয়াল মাদ্রিদের হয়ে শুরুটা খুব একটা ভালো হয়নি। রিয়ালের ইতিহাসের সবচেয়ে ‘বাজে সাইনিং’, অপবাদ শুনতে হয়েছিল এমনটাও। তবে ধীরে ধীরে মদ্রিচ নিজেকে গুছিয়ে নিয়েছেন, রিয়ালের হয়ে জাতও চিনিয়েছেন। গত কয়েক মৌসুমের সাফল্যের পর রিয়ালের পক্ষ থেকে মদ্রিচের দাম হাঁকা হয়েছে ৭০০ মিলিয়ন ইউরোরও বেশি!

    মদ্রিচ জানালেন, রিয়ালের ক্যারিয়ারের ইতি টানতে চান, ‘এখনো আমার চুক্তির দুই বছর বাকি আছে। আশা করি সেটা আরও বাড়বে। রিয়াল আমাকে অনেক কিছু দিয়েছে। এখানেই আমি অবসর নিতে চাই। আমার পরিবারও এটাই চায়। রিয়ালে আমি প্রতিটা মুহূর্তই উপভোগ করছি।’

    এই মৌসুমে মদ্রিচ এখন পর্যন্ত একটিও গোল পাননি রিয়ালের হয়ে। অনেক পুরস্কার তো জিতলেন, এবার নিশ্চয়ই গোলখরা কাটাতে চাইবেন এই ক্রোয়েশিয়ান।