• লা লিগা
  • " />

     

    'নিঃস্বার্থ' স্ট্রাইকার খুঁজে পাওয়া দুষ্কর: সুয়ারেজ

    'নিঃস্বার্থ' স্ট্রাইকার খুঁজে পাওয়া দুষ্কর: সুয়ারেজ    

     

    অনেকেই বলেন, স্ট্রাইকাররা নাকি একটু স্বার্থপর হন! সতীর্থ গোল পেলেন কী পেলেন না, সেটা নিয়ে মাথা না ঘামিয়ে শুধু নিজের গোলসংখ্যা বাড়ানোর কথাই ভাবেন তারা। সরাসরি স্বীকার না করলেও বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজ বলছেন, ‘নিঃস্বার্থ’ স্ট্রাইকার ফুটবল বিশ্বে খুঁজে পাওয়া দুষ্কর।

    পুরোপুরি নিঃস্বার্থ হতে না পারলেও খেলার সময় সতীর্থদের কথা ভাবা উচিত বলেই মানছেন সুয়ারেজ, ‘একজন স্ট্রাইকার স্বার্থপর হবেন না, এরকমটা আসলে খুঁজে পাওয়া দুষ্কর। তবে বাস্তবতা হচ্ছে, খেলার সময় দল ও সতীর্থদের কথা সবাই ভাববে। সতীর্থদের কথা না ভাবলে ফলাফল খুব বেশি আপনার পক্ষে আসবে না। স্বার্থপর হওয়ার চেয়ে তাই অন্যদের কথা ভাবাটা বেশি জরুরী।’

    যখন নেইমার বার্সেলোনায় ছিলেন, তখন মেসি-নেইমার-সুয়ারেজে তৈরি হয়েছিল ভয়ংকর ত্রয়ী ‘এমএসএন’। লিভারপুল ছেড়ে বার্সেলোনায় আসার পর অবশ্য মেসি-নেইমারদের সাথে খেলা নিয়ে কিছুটা শঙ্কায় ছিলেন তিনি, ‘আমি যখন বার্সায় আসি, তখন মেসি ও নেইমার এখানে খেলছে। আমি ভাবছিলাম, আমি খেলার সুযোগ পাব তো? তবে নিজের পরিশ্রম, যোগ্যতা দিয়ে আমি সেরাদের মাঝে নিজের জায়গাটা ঠিকই তৈরি করে নিয়েছি।

    বার্সেলোনাতে আসার পর নিজের খেলার ধরনটা একটু বদলাতে হয়েছিল সুয়ারেজের। সতীর্থদের কল্যাণেই দ্রুত নিজেকে মানিয়ে নিয়েছিলেন কাতালানদের সাথে, ‘একটা কথাই মাথাতে ছিল, সবার সাথে মিলেমিশে খেলতে হবে। সবার লক্ষ্য একটাই। দলের সবাই আমাকে অনেক সাহায্য করেছিল। এভাবেই দল হিসেবে সাফল্য অর্জন করা যায়, বার্সেলোনা সেটাই করেছে।’