ফোন বন্ধ রাখতে পারবেন না ডেম্বেলে
উসমান ডেম্বেলেকে নিয়ে বার্সেলোনার অভিযোগ একটাই। বয়স কম তাই পেশাদারিত্বে ঘাটতি আছে ডেম্বেলের। ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে ১৫০ মিলিয়ন ইউরো দিয়ে এক মৌসুম আগে দলে ভিড়িয়েছিল বার্সা। এই মৌসুমে দলে নিয়মিত জায়গা করে নিয়েছেন, আছেন দারুণ ফর্মেও। ডেম্বেলের অনিন্ত্রিত জীবন ঠিক করতে তাই উঠে পড়ে লেগেছে বার্সা। তাদের বিশ্বাস নিয়মতান্ত্রিক জীবন যাপন ডেম্বেলেকে পরিণত করতে পারে বিশ্বসেরা ফুটবলারদের একজনে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে এসব।
নেইমারের বদভ্যাস ছিল নৈশ জীবন ও পোকার। ব্রাজিলিয়ান পিএসজিতে যাওয়ার পরই তার জায়গায় দলে আনা হয় ডেম্বেলেকে। মার্কা বলছে ডেম্বেলের সমস্যাও নৈশ জীবনই। তবে নেইমারের মতো পার্টি করে বেড়াননা তিনি। ঘরেই থাকেন। ভিডিও গেম, আর টিভি সিরিজে দেখেই রাত কেটে যায় তাঁর। তাই সকালের কিছু আগে ঘুমুতে যান। এরপর অনুশীলনে আসেন দেরি করে। গত রবিবারের অনুশীলনেও দুই ঘন্টা দেরি করেছিলেন ডেম্বেলে।
এ কারণেই তার ওপর বার্সার নজরদারি শুরু হয়েছে। ডেম্বেলেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই তিনি মোবাইল ফোন অফ না করে ঘুমান। এমনকি সাইলেন্ট মোডেও রাখতে পারবেন না ফোন, রিঙ্গার অন করেই রাখতে হবে। যাতে অনুশীলনে দেরি হলে, অন্ততপক্ষে ডেকে তোলার একটা ব্যবস্থা থাকে বার্সার কাছে।
তথ্যসূত্র : মার্কা