বার্নাব্যুতে দর্শক সংকট
সান্তিয়াগো বার্নাব্যুতে এরকম দৃশ্য খুব একটা দেখা যায় না। রিয়াল মাদ্রিদের খেলার সময় যে স্টেডিয়াম পূর্ণ থাকে কানায় কানায়, সেই বার্নাব্যুতেই কিনা কয়েক হাজার ফাঁকা সিট! রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গতকালের ম্যাচে দেখা গেছে এমন চিত্রই। ঘরের মাঠে রিয়ালের দেখা দেখতে এসেছিলেন মাত্র ৫৩,৪১২ জন দর্শক! এই মৌসুমে বার্নাব্যুতে এটি তৃতীয় সর্বনিম্ন দর্শক সংখ্যা।
২০১৮ সালে রিয়ালের শেষ ম্যাচে রায়ো ভালেকানোর বিপক্ষে বার্নাব্যুতে দর্শক ছিল ৫৫,২২৯ জন, যা এই মৌসুমে দ্বিতীয় সর্বনিম্ন। নতুন বছরের শুরুতে সেটা আরও কমেছে। অনেকে বলছেন, স্পেনে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ‘থ্রি কিংস ডের’ কারণেই অনেকে স্টেডিয়ামে আসেনি। তবে ২০১৩/১৪ মৌসুমে একই দিনে সেল্টা ভিগোর বিপক্ষে বার্নাব্যুতে খেলা দেখতে এসেছিলেন ৬৫,২১৭ জন দর্শক। ২০১২-১৩ মৌসুমে লা রিয়ালের বিপক্ষে সেটা ছিল ৭২,৫০০ জন, ২০০৭-০৮ মৌসুমে রিয়াল জারাগোজার বিপক্ষে সেটা ছিল ৭৪ হাজার।
এবারের মৌসুমজুড়েই বার্নাব্যুতে দেখা গেছে দর্শক খরা। মাত্র একবারই দর্শকসংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে মাঠে এসেছিলেন ৭৮,৬৮২ জন দর্শক। ঘরের মাঠে বাকি এগারো ম্যাচের পাঁচটিতেই দর্শক ছিল ৬০ হাজারেরও কম। মৌসুমের প্রথম ম্যাচে গেটাফের বিপক্ষে বার্নাব্যুতে দর্শক ছিল ৪৮,৪৪৬ জন, যা গত দশ বছরের মাঝে সর্বনিম্ন।
শুধু দর্শক সংখ্যা নয়, বার্নাব্যুতে এবার রিয়ালের জয়ের হারও অনেক কম। ঘরের মাঠে ৬২.৯৬ শতাংশ ম্যাচে জিতেছে তাঁরা। সব ম্যাচ মিলিয়ে এই হারটা আরও কম, ৩৭.০৪ শতাংশ ম্যাচে জয়ের দেখা পেয়েছেন সার্জিও রামোসরা। গত ২৪ বছরে জয়ের হার কখনোই এত কমেনি রিয়ালের।