স্মিথের বিপিএল শেষ
প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছিলেন তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে স্টিভ স্মিথ খেলেছেন মাত্র দুটি ম্যাচ। এরপর অনুশীলনের সময় কনুইয়ে চোট পেয়ে দেশে ফিরেছিলেন। তখন শোনা যাচ্ছিল, ইনজুরি কাটিয়ে আবার বিপিএলে ফিরবেন তিনি। তবে আজ জানা গেছে, কনুইয়ে অস্ত্রোপচার করাবেন স্মিথ। ফলে বিপিএলে ফেরার আশা শেষ হয়ে গেল স্মিথের।
অস্ত্রোপচারের পর কমপক্ষে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে স্মিথকে। এরপর আরও পুনর্বাসন শেষে কয়েক সপ্তাহ লাগতে পারতে পারে তাঁর ফিরতে। আগামী মার্চে নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরার কথা ছিল স্মিথের। এই অস্ত্রোপচার তাঁর ফেরাকে খানিকটা নিশ্চয়তার মাঝেই ফেলে দিল।
স্মিথ বিপিএলে খেলবেন কী খেলবেন না, এ নিয়ে শুরু থেকেই ছিল নানা বিতর্ক। অনেক কাঠখড় পুড়িয়ে তাকে এনেছিল কুমিল্লা। সেই স্মিথের বিপিএল এতো দ্রুত শেষ হয়ে যাওয়ায় নিশ্চয়ই অনেক বেশি হতাশ হবেন তারা।