• লা লিগা
  • " />

     

    শেষ মুহূর্তের গোলে রিয়ালের স্বস্তির জয়

    শেষ মুহূর্তের গোলে রিয়ালের স্বস্তির জয়    

    নির্ধারিত সময়ের বাকি আর দুই মিনিট। আরেকটি পয়েন্ট হারানোর হতাশা নিয়ে মাঠ ছাড়ার দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ। তখনই বক্সের একটু বাইরে উইলিয়াম কারভালহো কাসেমিরোকে ফাউল করলে ফ্রি-কিক পায় রিয়াল। ২০ গজ দূর থেকে পাওয়া সেই ফ্রি কিকে ডান পায়ের দুর্দান্ত এক শটে গোল করে রিয়ালকে জয় এনে দিলেন ১৪ মিনিট আগেই বদলি হিসেবে নামা দানি সেবায়োস। শেষ মুহূর্তে সেবায়োসের গোলেই রিয়াল বেটিসের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় নিয়ে শীর্ষ চারে উঠে এসেছে রিয়াল।

    লিগের আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে হারের পর কোপা ডেল রেতে লেগানেসকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছিল সান্তিয়াগো সোলারির দল। কাল বেটিসের মাঠে ১৩ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। বক্সের বাইরে পাওয়া বল বাঁ পায়ের জোরালো শটে জালে জড়ান লুকা মদ্রিচ। ২১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট বাঁচিয়ে দেন বেটিস গোলরক্ষক। ৩০ মিনিটে আবার ভিনিসিয়াসকে হতাশ করেন লোপেজ। প্রথমার্ধে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি বেটিস।

    দ্বিতীয়ার্ধে পাল্টে যায় দৃশ্যপট। একের পর এক আক্রমণে রিয়াল রক্ষণভাগকে ব্যস্ত রেখেছে বেটিস। ফলটাও আসে দ্রুত, ৬৭ মিনিটে ম্যাচে সমতা ফেরে তারা। জিওভানি লো সেলসোর বাড়ান বলে বক্সের ভেতর বল পান সার্জিও কানালেস। নাভাসের দুই পায়ের মাঝে দিয়ে বল জালে জড়িয়ে সমতা ফেরান ম্যাচে। যদিও প্রথমে অফ সাইডে বাতিল করা হয়েছিল গোলটি, পড়ে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি গোলের বাঁশি বাজান।

    এরপর দুই দলের কেউই গোলের সুযোগ তৈরি করতে না পারলে ম্যাচ এগিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকেই। তবে ৭৪ মিনিটে বদলি হিসেবে নামা সেবায়োসের ছিল ভিন্ন পরিকল্পনা। ৮৮ মিনিটে চোখ ধাঁধান এক ফ্রি কিকে লোপেজকে বোকা বানান তিনি। তাঁর গোলেই শেষ পর্যন্ত জয় পেল রিয়াল।

    এই জয়ে ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এলো রিয়াল। যদিও শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এখনো ১০ পয়েন্ট পিছিয়ে আছে তারা।