ইন্সটাগ্রামে 'ফলো' করেই অ্যাটলাসকে বিপদে ফেললেন মেসি
ব্যাপারটা যে শেষ পর্যন্ত এই পর্যায়ে চলে যাবে, সেটা জানলে হয়ত ওই পোস্টটা আরেকটু দেখে শুনে দিতেন অ্যাটলাস এফসির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের অ্যাডমিন। ‘লিওনেল মেসিকে স্বাগতম’ জানিয়ে দেওয়া পোস্টের পর মেক্সিকান ক্লাবটিকে নিয়ে হাসির রোল পড়ে গেছে। আসলে মেসি যে অ্যাটলাসের ইন্সটাগ্রামে ‘ফলো’ দিয়েছেন, এই খবরটা সবাইকে জানাতে গিয়েই তালগোল পাকিয়ে ফেলেছে অ্যাটলাস।
অ্যাটলাসের কোচ গুইলারমো হয়োস একটা সময় বার্সেলোনা বি দলের কোচ ছিলেন। ওই সময় মেসিও খেলতেন সেই দলে। এছাড়া অ্যাটলাসের বর্তমান পরিচালক ও সাবেক মেক্সিকান জাতীয় দলের অধিনায়ক রাফায়েল মার্কেজও বার্সায় খেলায় সুবাদে মেসির ভালো বন্ধু। সাবেক আর্জেন্টিনা সতীর্থ ও অ্যাটলাস গোলরক্ষক অস্কার উসতারি তো মেসিকে অ্যাটলাসের একটি জার্সিও উপহার দিয়েছিলেন। এসবের কারণেই হয়ত মেসি অ্যাটলাসের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টকে ফলো দিয়েছেন।
মেসির এই ‘ফলো’ দেওয়ার খবরটি নিজেদের অ্যাকাউন্টে দিতে গিয়েই বেধেছে বিপত্তি। ক্লাবটির পক্ষ থেকে লেখা হয়েছিল, ‘লাল-কালো পরিবারে মেসিকে স্বাগতম!’ মেসি যে বার্সেলোনা ছেড়ে মেক্সিকোতে আসেননি, কিংবা নিকট ভবিষ্যতে কখনো আসবেনও না, সেটা সবারই জানা। তাই এই পোস্টের পর থেকেই প্রতিপক্ষের সমর্থকরা একের পর এক টুইটার ও ইন্সটাগ্রাম পোস্টে অ্যাটলাসকে খোঁচা মেরেই যাচ্ছেন। অনেকেই বলছেন, ১৯৫১ সালের পর থেকে প্রথম বিভাগের শিরোপা না জেতা অ্যাটলাসের এটাই হয়ত সবচেয়ে বড় প্রাপ্তি!
অন্যরা যে যাই বলুক না কেনো, অ্যাটলাসের এই ‘প্রাপ্তিটা’ তো এক অর্থে অনেক বড়। কারণ মেসি এর আগে ফলো করতে শুধু বার্সেলোনা, চেলসি ও শৈশবের ক্লাব ওল্ড বয়েসকে। চতুর্থ ক্লাব হিসেবে মেসির ‘ফলো তালিকায়’ থাকতে পারাটাও অ্যাটলাসের মতো ক্লাবের জন্য কম কী?