• লা লিগা
  • " />

     

    বার্সায় যোগ দিয়েই ক্লাসিকোতে গোলের আশা বোয়াটেং-এর

    বার্সায় যোগ দিয়েই ক্লাসিকোতে গোলের আশা বোয়াটেং-এর    

    শীতকালীন দলবদলের গুঞ্জণে বার্সেলোনা ও চমক- শব্দ দুটি যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে মেক্সিকান স্ট্রাইকার কার্লোস ভেলার বার্সায় যাওয়ার কথা শোনা গিয়েছিল। সেই গুঞ্জণ বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই এখন নতুন আরেকজন ফরোয়ার্ডের নাম সামনে এসেছিল। তাকেই দলে ভেড়াল বার্সা। সাসুলো থেকে কেভিন প্রিন্স বোয়াটেংকে ধারে দলে এনেছে এর্নেস্তো ভালভার্দের দল।

     

     

    ধারের মেয়াদ শেষে বোয়াটেংকে কেনার অপশনও রয়েছে চুক্তিতে। বার্সেলোনার অফিসিয়াল সাইট থেকে চুক্তির খবর নিশ্চিত করার আগে অবশ্য বোয়াটেং নিজেই জানিয়েছিলেন বার্সায় যোগ দেওয়ার কথা। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বোয়াটেং জানিয়েছেন, পরের এল ক্লাসিকোতেও গোল করতে চান তিনি। "সাসুলো ছেড়ে যেতে খারাপ লাগছে, কিন্তু এটা আসলে দারুণ এক সুযোগ। এখন আমি বার্সেলোনাতেই মন দিতে চাই। আশা করি পরের ক্লাসিকোয় বার্নাব্যুতে গোল করতে পারব।"

     

     

    এবারের দলবদলে বার্সা যে একজন ফরোয়ার্ডের খোঁজে নেমেছিল। বিশেষ করে লুইস সুয়ারেজের ফর্মহীনতায় আরেকজন অভিজ্ঞ ফরোয়ার্ডের অভাব ভালোভাবেই টের পেয়েছে বার্সা। সামনে চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্ব, সঙ্গে মৌসুমের শেষ অর্ধেও বার্সার জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

    ৩১ বছর বয়সী ঘানাইয়ান ফরোয়ার্ডকে ফলস নাইন পজিশনের জন্য বার্সার চোখে উপযুক্ত মনে হয়েছে বলে জানাচ্ছে গার্ডিয়ান। বোয়াটেং অভিজ্ঞতার দিক দিয়েও এগিয়ে আছেন অনেক। এর আগে টটেনহাম হটস্পারে খেলেছেন দুই বছর, খেলেছেন এসি মিলানের হয়েও। ইতালিতে লিগ জেতার পাশাপাশি, গতবছর জার্মানিতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে ডিএফবি পোকালও জিতেছিলেন বোয়াটেং। এরপর চলতি মৌসুমে যোগ দিয়েছিলেন ইতালির ক্লাব সাসুলোতে। এখন পর্যন্ত গোল করেছেন ৫ টি, মৌসুমের বড় একটা সময় অবশ্য তিনি পার করেছেন ইনজুরিতে পড়ে।