• লা লিগা
  • " />

     

    দলবদলের সর্বশেষ: কে যাচ্ছেন কোথায়?

    দলবদলের সর্বশেষ: কে যাচ্ছেন কোথায়?    

    গঞ্জালো হিগুয়াইনকে দলে নিয়েছে চেলসি, নিশ্চিত করেছেন ম্যানেজার মরিজিও সারি। স্ট্যামফোর্ড ব্রিজে নতুন স্ট্রাইকার আসায় দল ছাড়তে পারেন ফর্মহীনতায় ভুগতে থাকা আলভারো মোরাতা। তাকে দলে নিতে চায় অ্যাটলেটিকো মাদ্রিদ, শোনা গিয়েছিল এমনটাও। হিগুয়াইন দল ছাড়ায় তার বদলি হিসেবে ‘রোজ্জোনেরি’দের প্রথম পছন্দ জেনোয়ার স্ট্রাইকার ক্রিস্টফ পিয়াটেক। জেনোয়াও নাছোড়বান্দা। তারাও পিয়াটেকের বদলি কাউকে না নিয়ে ছাড়বে না তাকে। জেনোয়ার পছন্দ রিয়াল বেটিসের ফরোয়ার্ড আন্তোনিও সানাব্রিয়াকে। সব মিলিয়ে ইউরোপের এই চার ক্লাবের মধ্যে বেশ এক ‘ডমিনো ইফেক্ট’-ই শুরু হয়ে গেছে।

     

     

    তবে মিলান, চেলসিদের জন্য সুসংবাদও আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আলোচিত হিগুয়াইনের মত বাকি তিন স্ট্রাইকারেরও নতুন গন্তব্যে পাড়ি দেওয়া সময়ের ব্যাপারই মনে হচ্ছে। হিগুয়াইন একদিকে এসে পড়েছেন লন্ডনে, তেমন জেনোয়ার সাথে সমঝোতা হয়ে যাওয়ায় বুধবার মিলানে চলে এসেছেন পিয়াটেক। মেডিকেল চেকআপের পর আসবে আনুষ্ঠানিক ঘোষণা, জানিয়েছে ইতালিয়ান সংবাদপত্র গাজেত্তা দেল স্পোর্ট। ইতালিয়ান সাংবাদিক ফাব্রিৎজিও রোমানোর মতে, অ্যাটলেটিকোর সাথে সব আনুষ্ঠানিকতা শেষ মোরাতার, এখন কেবল তাকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়াই বাকি রেখেছে ডিয়েগো সিমিওনের দল। প্রথম দফা দেড় বছরের জন্য মোরাতাকে ধারে নেবে অ্যাটলেটিকো, এরপর ২০১৯-২০ মৌসুমের আগে তাকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগও থাকছে তাদের। জেনোয়াও বসে নেই হাত-পা গুটিয়ে। বেটিসের সাথে সানাব্রিয়াকে দলে নেওয়ার সমঝোতাও করে ফেলেছে তারা। হিগুয়াইনের মত বাকি তিনজনও যে দল বদলাচ্ছেন, তা বলাই যায়। অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার।

     

     

     

    ইতালিতে রোনালদো-মার্সেলোর পুনর্মিলন?

    এই মৌসুমের শুরুতেই রোনালদোকে জুভেন্টাসের কাছে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। মাস ছয়েক যেতে না যেতেই আবারও চাউর হয়েছে রিয়ালের আরেক ফুটবলারের জুভেন্টাসে যোগ দেওয়ার গুঞ্জন। প্রায় এক যুগ রিয়ালে থাকার পর এই মৌসুম শেষে জুভেন্টাসে যোগ দেওয়ার ইচ্ছাপোষণ করেছেন মার্সেলো, জানিয়েছে মার্কা। রোনালদো নিজেও মার্সেলোকে অনেকদিন ধরেই জুভেন্টাসে আসার ব্যাপারে মানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে সান্তিয়াগো সোলারি মার্সেলোকে বসিয়ে তরুণ লেফটব্যাক সার্জিও রেগুইলনকে খেলানোয় দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই। অবশ্য সবচেয়ে বড় বোমাটা ফাটিয়েছে আরেক স্প্যানিশ সংবাদপত্র এএস। আগামী গ্রীষ্মে জুভেন্টাস তাকে দলে নেওয়ার প্রস্তাব দিলেই তা মেনে নেওয়ার জন্য রিয়ালের হর্তাকর্তাদের অনুরোধ করেছেন মার্সেলো। মাদ্রিদের পর হয়ত জুভেন্টাসেই দেখা যাবে মার্সেলো এবং রোনালাদোর সেই চিরপরিচিত সেলিব্রেশন।

     

    বার্সায় যোগ দিচ্ছেন ডি ইয়ং?

    রিয়ালে যেমন দীর্ঘদিনের অভিজ্ঞ সেনানীর দল ছাড়ার খবর শোনা যাচ্ছে, বার্সায় উলটো শোনা যাচ্ছে তারুণ্যের আগমনী সুর। প্যারিস সেইন্ট জার্মেই, ম্যানচেস্টার সিটি নয়, নিজের পরবর্তী গন্তব্য হিসেবে বার্সেলোনাকেই বেছে নিয়েছেন আয়াক্সের তরুণ ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং, জানিয়েছেন বার্সেলোনার সংবাদপত্র মুন্ডো দেপোর্তিভো। প্রায় ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে এ মাসেই দলে নিচ্ছে কাতালানরা।