• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বার্সাকেই বেছে নিলেন ডি ইয়ং

    বার্সাকেই বেছে নিলেন ডি ইয়ং    

    ফ্রাঙ্কি ডি ইয়ং এর ব্যাপারে বার্সেলোনার আগ্রহের কথা আড়ালে ছিল না কখনই। কিন্তু কয়েকদিন আগেও  অবস্থাচিত্তে মনে হচ্ছিল বার্সার সঙ্গে ডাচ ফুটবলারের চুক্তিটা ভেস্তে যাবে। ২১ বছর বয়সী যোগ দেবেন পিএসজিতে। ফ্রেঞ্চ জায়ান্টরা তাকে পেতে ৭০ মিলিয়ন ইউরোও প্রস্তাব করেছিল বলেই জানা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আরও অনেক উত্তরসূরির মতো ডি ইয়ং বেছে নিয়েছেন বার্সাকেই। ৭৫ মিলিয়ন ইউরোর বিনিমিয়ে আয়াক্স থেকে ন্যু ক্যাম্পে ঠিকানা বদলাবেন তিনি। তবে চুক্তির মেয়াদ শুরু হবে আগামী মৌসুম থেকে। এই মৌসুমে আয়াক্সের হয়েই খেলবেন তিনি। 

     

     

    ইউরোপের উঠতি তরুণদের মধ্যে ডি ইয়ং আছেন ওপরের দিকেই। কিংবদন্তী খেলোয়াড়েরা তার মধ্যে বড় খেলোয়াড় হয়ে ওঠার সব গুণই দেখেন। সাবেক বার্সা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ ডি ইয়ং এ দেখেন সার্জিও বুস্কেটসের ছায়া। আয়াক্স কিংবদন্তী আরি হানের মতে ডি ইয়ং হচ্ছেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ারেরও উন্নত সংস্করণ। 

    বেকেনবাওয়ারের সঙ্গে তুলনার অবশ্য কারণও আছে। মিডফিল্ডের পাশাপাশি ডিফেন্সেও খেলতে পারেন ডি ইয়ং। তবে বার্সেলোনায় আপাতত বুস্কেটসের রিপ্লেসমেন্ট হিসেবে ভাবা হচ্ছে তাকে। 

    গতরাতে বড় চুক্তি হয়েছে আরও একটি। ক্রিজতভ পিয়াতেককে জেনোয়া থেকে নিজেদের করে নিয়েছে এসি মিলান। হিগুয়াইনকে ছেড়েই পিয়াতেকের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছে রোসোনেরিরা। এই মৌসুমে জেনোয়াতে দারুণ ফর্মে ছিলেন পিয়াতেক, ২১ ম্যাচে গোল করেছেন ১৯টি।