জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আবারও বিদ্যুৎ বিভ্রাট
বিকেল তখন গড়িয়ে এসেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, মাঠে খেলছে রাজশাহী কিংস ও সিলেট সিক্সারস। ফ্লাডলাইটের আলো জ্বলে ওঠার কথা ততক্ষণে। কিন্তু ফ্লাডলাইট জ্বলা দূরে থাক, মাঠের জায়ান্ট স্ক্রিনেই আলো নেই তখন। প্রায় ৪০ মিনিট যে বন্ধ ছিল খেলা!
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাট নতুন কিছু নয়। এর আগে ২০১১ বিশ্বকাপের সময় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও একাধিক বার বিদ্যুৎ সংযোগে সমস্যা হয়েছিল। ২০১৬ সালে ইংল্যান্ড আর বাংলাদেশের ওয়ানডেতেও হয়েছিল একই ঘটনা।
আজ অবশ্য দিনে হওয়ায় খেলা বন্ধ ছিল না। খোঁজ নিয়ে জানা গেছে, স্টেডিয়ামে যে মূল লাইন থেকে সংযোগ নেওয়া হয় সেটিতেই বিঘ্ন ঘটেছে। বিকেল ৪টা ২০ থেকে ৫টা পর্যন্ত ওই ৪০ মিনিটের ওই সময় ব্যাক আপ জেনারেটর দিয়ে চালানো হয়েছিল খেলা। এর পর লাইনের ফেজ পরিবর্তন করে আরেকটি লাইন থেকে আবার বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তাতেই শেষ পর্যন্ত ভালোয় ভালোয় শেষ হয়েছে সিলেট-রাজশাহী ম্যাচ।