"পিকে শুধু মত বদলায়"
২০১৪ থেকে ২০১৮- টানা চার বছর কোপা ডেল রে শিরোপা ঘরে তুলেছিল বার্সেলোনা। এ বছরের কোপা ডেল রে-র কোয়ার্টার ফাইনালে সেভিয়ার কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল মেসিবিহীন কাতালানরা। এরপরই ডিফেন্ডার জেরার্ড পিকে বলেছিলেন, কোপা ডেল রে নয়; বরং লা লিগা এবং ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতাই তাদের মূল লক্ষ্য। পিকের এমন মন্তব্যের সমালোচনা করেছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ফরোয়ার্ড লুকাস ভাজকেজ। পিকে প্রতি বছরই মত পাল্টান- এমন অভিযোগও এনেছেন তিনি।
সেভিয়ার মাঠে ২-০ গোলে হারের পর হতাশার চেয়ে প্রতিপক্ষকে অভিনন্দনই জানিয়েছেন পিকে, "পুরো ম্যাচে তারা (সেভিয়া) অসাধারণ খেলেছে। শুরুর দিকে আমরা দারুণ এক সুযোগ পেয়েছিলাম, কাজে লাগাতে পারলে হয়ত ফলাফল অন্যরকমও হতে পারত। আমি সেভিয়াকে অভিনন্দন জানাতে চাই জয়ের জন্য।" দ্বিতীয় লেগে মেসি খেলবেন কি না, জিজ্ঞেস করতেই পিকের উত্তর ছিল কিছুটা বিস্ময়কর, "এটা কোচই ভাল বলতে পারবে। তবে আমরা আপাতত লা লিগায় জিরোনা বিপক্ষে ম্যাচের কথা ভাবছি।" বার্সেলোনা হারলেও নিজেদের মাঠে জিরোনা ৪-২ গোলে হারিয়েছে রিয়াল।
জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভাজকেজকে পিকের ব্যাপারে প্রশ্ন করতেই কিছুটা আক্রমণাত্মকই হয়ে উঠেন তিনি, "পিকে প্রায়ই তার মত পাল্টায়। গত বছরই সে বলেছিল, তারা কোপা ডেল রে জিততে চায়। এখন আবার তাদের কাছে লা লিগার এবং চ্যাম্পিয়নস লিগই প্রধান। তার এমন ঘনঘন মত বদলানোয় অবশ্য তেমন কিছু আসে যায় না। রিয়ালের কাছে তিন প্রতিযোগিতাই সমান গুরুত্বপূর্ণ। প্রথম লেগ জিতলেও এখনও কাজ শেষ হয়নি। তবে আমরা আশাবাদী, শেষ চারে যাব আমরাই।"