• লা লিগা
  • " />

     

    মেসিকে বসিয়ে রেখে বার্সার ‘উপকার’ করেছি: ভালভার্দে

    মেসিকে বসিয়ে রেখে বার্সার ‘উপকার’ করেছি: ভালভার্দে    

    সেভিয়ার মতো দলের বিপক্ষে ম্যাচ, কিন্তু একাদশে নেই লিওনেল মেসি। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের মেসিহীন বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে সেভিয়া। এমন ম্যাচে মেসিকে বসিয়ে রাখায় কম সমালোচনা শুনতে হচ্ছে না বার্সা কোচ এরনেস্তো ভালভার্দেকে। তবে ভালভার্দে বলছেন, মেসিকে বসিয়ে রেখে দল ও মেসির ‘উপকারই’ করেছেন তিনি।

     

     

    লেগানেসের বিপক্ষে কোপা ডেল রের আগের রাউন্ডের প্রথম লেগে খেলেননি মেসি, সেবারও হেরেছিল বার্সা। দ্বিতীয় লেগেও ছিলেন না প্রথম একাদশে, দ্বিতীয়ার্ধে নামার পর অবশ্য তার জাদুতেই জিতেছে দল। সেভিয়ার বিপক্ষেও তাকে বসিয়ে রেখেছিলেন ভালভার্দে, ফলাফল ওই একই, হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছেড়েছে কাতালানরা।

    মেসিকে কেনো বসিয়ে রাখা হয়েছে, এ নিয়ে প্রশ্নের যেন শেষ নেই। ভালভার্দে অবশ্য বলছেন, তিনি যা করেছেন বুঝেশুনেই করেছেন, ‘কোচ হিসেবে একজন ফুটবলের ব্যাপারে আমার চেয়ে ভালো কেউ জানে না। মেসিসহ দলের ফুটবলারদের সব তথ্যই আমার কাছে আছে। আমি যা জানি সেটা আর কেউ জানে না। এজন্যই বলতে চাই, আমি যা করেছি সেটা মেসি, ক্লাব ও দলের ভালোর জন্যই করেছি।’

    আজ রাতে জিরোনার বিপক্ষে লা লিগার ম্যাচে স্কোয়াডে আছেন মেসি। তবে সবার চোখ থাকবে সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রের দ্বিতীয় লেগে। লেগানেসের ম্যাচের মতো এবারও মাঠে নেমে বার্সাকে উদ্ধার করতে পারেন কিনা, সেই অপেক্ষাতেই আছেন বার্সা সমর্থকরা।