• লা লিগা
  • " />

     

    অ্যাটলেটিকোতেই ফিরলেন মোরাতা

    অ্যাটলেটিকোতেই ফিরলেন মোরাতা    

     

    ঘুরে ফিরে আবারও সেই মাদ্রিদেই ফিরলেন আলভারো মোরাতা। তবে এবার ফিরলেন প্রথম ঠিকানায়। অ্যাটলেটিক মাদ্রিদেই ফুটবলে হাতেখড়ি হয়েছিল মোরাতার। ডিয়েগো সিমিওনের দলেই গেছেন তিনি।
     

     

     

     

     

    ২৬ বছর বয়সী স্ট্রাইকারের সঙ্গে অ্যাটলেটিকোর চুক্তিটা আপাতত হয়েছে ধারের। মৌসুমের বাকি সময় ধারে থাকবেন তিনি, এরপর মোরাতাকে পাকাপাকিভাবে কিনে রাখার অপশনও আছে অ্যাটলেটিকোর কাছে।

    অ্যাটলেটিকোর নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের হয়ে দুই দফায় খেলেছিলেন মোরাতা। তখন অ্যাটলেটিকো সমর্থকদের সঙ্গে কিছুটা রেষারেষিও ছিল তার। চেলসিতে গিয়েও অ্যাটলেটিকো সমর্থকদের চটিয়ে দিয়েছিলেন ওয়ান্ডা মেট্রোপলিটানোতে উদযাপন করে। সেসব অবশ্য কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না বলেই বিশ্বাস মোরাতার। সমর্থকেরা তার ব্যাপারটা বুঝবেন বলেই আশা করছেন তিনি।

    ২০১৭ সালে ৭৫ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদের কাছ থেকে মোরাতাকে কিনেছিল চেলসি। দেড় মৌসুমে চেলসির জার্সি গায়ে মোরাতা জ্বলে উঠতে পারেননি একদমই। শুরুটা ভালো হলেও সময়ের সঙ্গেই রঙ হারিয়েছেন, শেষদিকে হয়ে গিয়েছিলেন একেবারেই সাদামাটা। আন্তোনিও কন্তে বা মরিজিও সারি- কারো অধীনেই একাদশে নিজের জায়গাটাও পাকা করতে পারেননি। হতাশার দেড় বছরে ৭২ ম্যাচ খেলে করেছেন মাত্র ২৪ গোল।  

    গঞ্জালো হিগুয়াইন, ক্রিজতভ পিয়াতেক আর মোরাতার যে ডমিনো ইফেক্টের কথা বলা হচ্ছিল- শেষ পর্যন্ত সত্যি হলো সেটাও।