এবার বিপিএলে রাসেলের হ্যাটট্রিক
বিপিএলের প্রথম পাঁচ আসরে হ্যাটট্রিক হয়েছিল দুইটি। এই আসরেই এর মধ্যেই হয়ে গেল তিনটি। আলিস আল ইসলাম, ওয়াহাব রিয়াজের পর আজ হ্যাটট্রিক করলেন আন্দ্রে রাসেল।
এমন একটা সময়ে রাসেল হ্যাটট্রিক করেছেন, চিটাগং ভাইকিংসের ১৮০ রানটা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। ২০তম ওভারের প্রথম বলে মুশফিকুর রহিম রাসেলের লো ফুল টসটা মারতে গিয়ে শুভাগত হোমকে ক্যাচ তুলে দিলেন লং অনে। দ্বিতীয় বলটা ফিফটি করে ফেলা ক্যামেরন ডেলপোর্ট মারতে সেই শুভাগতকেই ক্যাচ দিলেন লং অফে। দাসুন শানাকা মুখোমুখি প্রথম বলটা লেগে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিলেন শর্ট ফাইন লেগে। রাসেল পেয়ে গেলেন হ্যাটট্রিক, শেষ বলে ছয় মেরেও চিটাগং করতে পারল ১৭৬।
রাসেলের টি-টোয়েন্টি ফরম্যাটেই অবশ্য হ্যাটট্রিক করেছেন আরও দুইটি। ২০১৩-১৪ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ এ দলের হয়ে হ্যাটট্রিক করেছিলেন ভারত এ দলের বিপক্ষে। সেবার পর পর চার বলে ফিরিয়েছিলেন কেদার যাদব, যুবরাজ সিং, নমন ওঝা ও ইউসুফ পাঠানকে। গত বছর সিপিএলে আবার হ্যাটট্রিক, এবার পর পর তিন বলে শিকার ম্যাককালাম, ব্রাভো আর রামদীন। সেই ম্যাচে আবার সেঞ্চুরিও করেছিলেন। এবার ঢাকার হয়ে পেলেন আরেকটি।