ভাগাভাগি করে খেলোয়াড় কিনল বার্সা-বেটিস
ফ্রেঙ্কি ডি ইয়ং, জাঁ-ক্লেয়ার তোদিবো, কেভিন প্রিন্স বোয়াটেং। শীতকালীন দলবদলটা বেশ ব্যস্তই কেটেছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার। পুরো জানুয়ারির মত 'ডেডলাইন ডে'-টাও বেশ ঘটনাবহুল কেটেছে কাতালানদের। দলবদলের শেষদিনে নিজেদের কিংবন্তী রোনালদিনহোর সাবেক ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোর থেকে ১৯ বছর বয়সী রাইটব্যাক এমারসনকে দলে নিয়েছে বার্সা। আগামী গ্রীষ্মে বার্সায় যোগ দেবেন তিনি। এমারসনকে দলে নিতে খরচ হয়েছে ১২ মিলিয়ন ইউরো।
এমারসনের দলবদলটা অবশ্য আর দশজন ফুটবলারের মত নয়। বেশ কিছু মারপ্যাঁচও আছে এই চুক্তিতে। এই মৌসুমের বাকিটা সময় রিয়াল বেটিসে কাটাবেন তিনি। এমারসনকে কিনতে খরচ হওয়া ১২ মিলিয়নের অর্ধেকটা দিয়েছে বেটিস। বার্সা যদি আগামী গ্রীষ্মে এমারসনকে দলে না নিয়ে আবারও ধারে পাঠাতে চায়, তখন আর কোনও খরচ ছাড়াই এমারসনকে পাকাপাকিভাবে দলে নিতে পারবে বেটিস। তবে এমনটা হওয়ার সমম্ভাবনা যে বেশ ক্ষীণ- তা অবশ্য বলাই যায়। এমারসনকে দলে নিতে পেরে বেশ উচ্ছ্বসিতই ছিল বার্সা। আনুষ্ঠানিক বিবৃতিতে তাকে 'নতুন দানি আলভেস' হিসেবেও অভিহিত করেছে তারা। ব্রাজিলের হয়ে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপের মূল একাদশে ছিলেন এমারসন। লাতিন আমেরিকার অনুর্ধ্ব-২০ দলগুলোকে নিয়ে হওয়া টুর্নামেন্টে এখন ব্রাজিলের হয়ে খেলছেন তিনি। টুর্নামেন্ট শেষেই যোগ দেবেন বেটিসে।
দলবদলের শেষদিনে জাঁ-ক্লেয়ার তদিবোকেও দলে ভিড়িয়েছে বার্সা। তলুসে থেকে ১৮ বছর বয়সী সেন্টারব্যাকের জন্য বার্সার খরচ কতো হয়েছে সেটা অবশ্য নিশ্চিতভাবে জানা যায়নি। ফ্রেঞ্চ ডিফেন্ডারের অবশ্য গ্রীষ্মেই বার্সায় যাওয়ার শোরগোল উঠেছিল চুক্তিটা হয়ল ছয় মাস দেরীতে।
ডেডলাইন ডে তে আরও বেশ কয়েকটি চুক্তি সম্পন্ন হয়েছে। লেস্টার সিটি মোনাকো থেকে ধারে নিয়ে এসেছে বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিয়েলেমানসকে। আরেক বেলজিয়ান স্ট্রাইকার মিচি বাতশুয়াইর সঙ্গে চুক্তি হয়েছে ক্রিস্টাল প্যালেসের। আর ছয় মাসের ধারে প্রিমিয়ার লিগের ক্লাব বার্নলির সঙ্গে চুক্তির হয়েছে স্ট্রাইকার পিটার ক্রাউচের।