কোপার সেমিফাইনালই হয়ে গেল এল ক্লাসিকো
কোপা ডেল রে এর সেমিফাইনালের লাইন আপ নিশ্চিত হয়ে গিয়েছিল আগের রাতেই। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ- দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করায় সম্ভাব্য এল ক্লাসিকো নিয়ে উন্মাদনা ছিল বেশি। শেষ পর্যন্ত ফুটবল সমর্থকদের সেই আকাঙ্ক্ষাই পূরণ হয়েছে। কোপা ডেল রে এর সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। অন্য সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ রিয়াল বেটিস।
এল ক্লাসিকোর প্রথম লেগ হবে ন্যু ক্যাম্পে। সেটার জন্য খুব বেশিদিন অপেক্ষাও করতে হচ্ছে না। ফেব্রুয়ারির ৬ তারিখে হওয়ার কথা প্রথম লেগ। আর সান্তিয়াগো বার্নাব্যুর লেগের তারিখ ঠিক করা হয়েছে এ মাসের ২৭ এ। অবশ্য দুই লেগই একদিন করে পেছাতে পারে। স্প্যানিশ ব্রডকাস্টিং প্রতিষ্ঠানের ওপর নির্ভর করছে সেটা।
দুই লেগের কোপা সেমিফাইনালের পর এক সপ্তাহের কম সময়ের মধ্যেই অবশ্য আরও একটি এল ক্লাসিকো পাওয়া যাচ্ছে! মার্চের ২ তারিখ লা লিগার ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। চ্যাম্পিয়নস লিগের ব্যস্তসূচীর মধ্যে তাই এই ফিক্সচার নতুন করে চাপ বাড়িয়ে দিল দুইদলের ওপর।
শুক্রবার সন্ধ্যায় সেভিয়াতে হয়েছে কোপা ডেল রের সেমিফাইনাল ড্র। এর আগে কোয়ার্টার ফাইনালে জিরোনাকে হারিয়ে সেমিতে উঠেছিল রিয়াল মাদ্রিদ। আর সেভিয়ার সঙ্গে প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থেকেও পরের লেগে ৬-১ গোলে জিতে সেমির টিকেট কেটেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা।