• লা লিগা
  • " />

     

    সহজ জয়ে বার্সা-অ্যাটলেটিকোর সাথে ব্যবধান কমাল রিয়াল

    সহজ জয়ে বার্সা-অ্যাটলেটিকোর সাথে ব্যবধান কমাল রিয়াল    

    শীর্ষে থাকা বার্সেলোনা গতদিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিজেদের ম্যাচে ড্র করেছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ তো কাল রিয়াল বেটিসের কাছে হেরেই গেছে। পয়েন্ট তালিকায় তাদের ওপরে থাকা বার্সা-অ্যাটলেটিকোর পয়েন্ট খোয়ানোর সুযোগটা হাতছাড়া করেনি রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের চোখ ধাঁধানো পারফরম্যান্সে ঘরের মাঠে আলাভেসকে ৩-০ গোলে সহজেই হারিয়েছে সান্তিয়াগো সোলারির দল।

     

     

    সান্তিয়াগো বার্নাব্যুতে পুরো ম্যাচে আলো ছড়িয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ১৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া তার ডান পায়ের জোরালো শট ঠেকিয়ে দেন পাচেকো। ৩০ মিনিটে করিম বেনজেমাকে আর আটকাতে পারেননি আলাভেস কিপার। বক্সের ভেতর বল পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান বেনজেমা। বিরতির ঠিক আগে অফসাইডের ফাঁদে না পড়লে হয়ত ব্যবধান দ্বিগুণ করেই ফেলতেন ভিনিসিয়াস।

    দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণে আলাভেস রক্ষণভাগের নাভিশ্বাস তুলেছে রিয়াল। ৪৭ মিনিটে বেনজেমার শট বাঁচিয়ে দেন পাচেকো। দুই মিনিট পরেই লুকা মদ্রিচের দারুণ এক থ্রু বলে বক্সের ভেতর বল পেয়েছিলেন গ্যারেথ বেল। তার বাঁ পায়ের শটও পেরোতে পারেনি পাচেকো বাধা।

    ৭০ মিনিটে ভিনিসিয়াসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭২ মিনিটে সার্জিও রামোসের হেডও পোস্ট ঘেঁষে চলে যায়। ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস। মার্কো আসেনসিওর পাসে বল পেয়েছিলেন ভিনিসিয়াস, তার শট সহজেই বোকা বানায় আলাভেস কিপারকে। ৮৪ মিনিটে ভিনিসিয়াসের বাড়ান বলে গোল পেতে পারতেন আলভারো অদ্রিওজোলা, তার শট ঠেকিয়ে দিয়েছেন পাচেকো। ৯১ মিনিটে অদ্রিওজোলার ক্রসে হেড করে তৃতীয় গোল করেন মারিয়ানো। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে এই সপ্তাহে কোপা ডেল রের এল ক্লাসিকোর প্রস্তুতিটা ভালোভাবেই সারল রিয়াল।

    এই জয়ে ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ৪২। শীর্ষে থাকা বার্সার চেয়ে তারা এখনো পিছিয়ে আট পয়েন্ট। অন্য ম্যাচে রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে হেরেছে অ্যাটলেটিকো। লা লিগায় ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারল তারা। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন সার্জিও ক্যানালেস। এই ম্যাচেই অ্যাটলেটিকোর হয়ে প্রথমবারের মতো খেলতে নেমেছিলেন আলভারো মোরাতা। নিজের প্রথম ম্যাচেই হারের স্বাদ পেতে হলো তাকে। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। শীর্ষে থাকা বার্সেলোনার সাথে পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াল ছয়ে।