• লা লিগা
  • " />

     

    ক্লাসিকোতে মেসিকে নিয়ে 'আশাবাদী' বার্সা কোচ

    ক্লাসিকোতে মেসিকে নিয়ে 'আশাবাদী' বার্সা কোচ    

    ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত সপ্তাহে ন্যু ক্যাম্পে ম্যাচের ৭০ মিনিটে বল দখলের লড়াইয়ে ডিফেন্ডার টনি লাতোর ট্যাকেলে মাটিতে লুটিয়ে পড়েছিলেন লিওনেল মেসি। মিনিট দুয়েক পরই অবশ্য ফিরেছিলেন মাঠে, বাকি সময়ও চেষ্টা করে গেছেন নিজের হ্যাটট্রিক এবং বার্সেলোনার জয়সূচক গোলের। বার্সাকে জেতাতে পারেননি, ম্যাচ শেষে মাঠ ছেড়েছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে পয়েন্ট হারানোর চেয়েও হয়ত মেসির ইনজুরি নিয়েই বেশি চিন্তিত বার্সা সমর্থকেরা। আগামী বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা ডেল রে সেমিফাইনাল প্রথম লেগ। এই মৌসুমে রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে আবারও ইনজুরিতে পড়লেন মেসি, ক্লাসিকোতে খেলা নিয়েও আছে সংশয়।

     

     

     

     

    সেভিয়ার বিপক্ষে গত বছরের অক্টোবরে ডানহাতের ইনজুরিতে পড়ে মিস করেছিলেন মৌসুমের প্রথম ক্লাসিকো। অবশ্য মেসিকে ছাড়াই ৫-১ গোলের বড় ব্যবধানে জিতেছিল কাতালানরা। কিন্তু ম্যাচটা যখন এল ক্লাসিকো, তখন মেসিকে অবশ্যই দলে চাইবে বার্সেলোনা। তবে গতকাল সংবাদ সম্মেলনে বার্সা সমর্থকদের আশার সংবাদ জানাতে পারেননি কোচ এর্নেস্তো ভালভার্দে, ‘সে (মেসি) তার ডান উরুর মাংসপেশিতে ব্যথা পেয়েছে। আজ অনুশীলন করতে পারেনি। মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে আরও দু’দিন আছে। আমরা আশা করছি সে দ্রুতই সেরে উঠবে এবং বুধবার মাঠে নামতে পারবে।’