• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    জিদানের সাথে কথা বলেন না বেল!

    জিদানের সাথে কথা বলেন না বেল!    

    জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন লিগ শিরোপা এনে দেওয়ার পেছনে তাঁর অবদানও অনেক। গতবারের ফাইনালে গ্যারেথ বেলের অবিশ্বাস্য বাইসাইকেল কিকসহ জোড়া গোলের সুবাদেই লিভারপুলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। গুরু-শিষ্য একসাথে অনেক সাফল্য পেলেও বেল এবার জানালেন, দুজনের সম্পর্কটা খুব বেশি বন্ধুত্বপূর্ণ ছিল না। এমনকি সেই ফাইনালের পর দুজনের কথাও হয়নি!

     

     

    ব্রিটিশ ম্যাগাজিন ‘ফোরফোরটু'কে দেওয়া এক সাক্ষাৎকারে বেল স্বীকার করছেন, জিদানের সাথে তাঁর সম্পর্কটা ছিল নেহায়েতই পেশাদার, ‘ফাইনালের ওই গোল নিয়ে তিনি কখনোই আমার সাথে কথা বলেননি। আমাদের তো ফাইনালের পর আজ পর্যন্ত কোনো কথাই হয়নি! আমাদের মাঝে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখনোই ছিল না, বলতে পারেন পেশাদার সম্পর্কটাই শুধু ছিল।’

    লিভারপুলের বিপক্ষে সেই ফাইনালে একাদশে ছিলেন না বেল। ৬১ মিনিটে বদলি হিসেবে নেমেই তিন মিনিটের মাথায় অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেল। ৮৩ মিনিটে আরেকবার বল জালে জড়িয়ে রিয়ালের শিরোপা নিশ্চিত করেন তিনি।

    বেল জানালেন, একাদশে সুযোগ না পাওয়ার হতাশাই তাকে ওই দুর্দান্ত গোলটির অনুপ্রেরণা জুগিয়েছিল, ‘ফাইনালের একাদশে না থাকতে পেরে খুব বেশি হতাশ ছিলাম। ফাইনালের আগে আমার যে ফর্ম ছিল, তাতে আমি একাদশে থাকার যোগ্য ছিলাম। মাঠে নামার জন্য তর সইছিল না। যখন মাঠে নামলাম, সত্যি বলতে একটু রেগেই ছিলাম। এজন্যই হয়ত ওই বাইসাইকেল কিকটা করেছি। তবে নিজেকে প্রমাণ করার কিছু ছিল না। যদি মাত্র ৩০ মিনিট খেলেই দলকে শিরোপা জেতানো যায়, তাতে আর আপত্তি থাকবে কেনো?’

    চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পরপরই আকস্মিকভাবে রিয়ালের কোচের দায়িত্ব ছাড়েন জিদান। বেল এখনো রিয়ালেই আছেন।