• লা লিগা
  • " />

     

    বেলের ওপর বিরক্ত রিয়ালের সবাই?

    বেলের ওপর বিরক্ত রিয়ালের সবাই?    

    গত বছর ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসে পাড়ি জমানোর পর রিয়াল মাদ্রিদের আক্রমণের ‘নেতা’ হিসেবে ধরা হচ্ছিল তাকেই। কিন্তু মাস ছয়েক পেরিয়ে গেলেও এখনও প্রত্যাশার ছিঁটেফোঁটাও পূরণ করতে পারেননি গ্যারেথ বেল। ফর্মহীনতা, ইনজুরি মিলিয়ে হারিয়েছেন মূল একাদশে জায়গাও। সব মিলিয়ে মৌসুমটা ভাল যাচ্ছে না ওয়েলশ ফরোয়ার্ডের। বেলের ওপর আস্থা হারিয়েছেন রিয়াল কর্তৃপক্ষ, শোনা যাচ্ছে এমনটাও। রিয়ালের ৮ম চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক পেডা মিয়াতোভিচ তো বলেই দিয়েছেন, বেলের ওপর রীতিমত বিরক্ত রিয়ালের সবাই।

     

     

    মিয়াতোভিচের মতে, রোনালদোর অভাব পূরণ করতে পুরোপুরিই ব্যর্থ হয়েছেন বেল, ‘ক্রিশ্চিয়ানো এমন একজন ফুটবলার যার অভাব পূরণ করা প্রায় অসম্ভব। তবে গ্যারেথ নিজেও তার জাত চেনাতে পারেনি। রিয়ালের সংকটময় মুহূর্তে সে দলকে বাঁচাতে পারেনি একবারও। আক্রমণভাগে অন্যান্যদের সামনে তার পারফরম্যান্স একেবারেই সাদামাটা। সান্তির (কোচ সান্তিয়াগো সোলারি) বেলের বদলে লুকাস (ভাজেকজ) বা ভিনিকে (ভিনিসিয়াস জুনিয়র) খেলানোর সিদ্ধান্ত যথার্থ। আজ বার্সার বিপক্ষেও তাকে নামানোর মানে হয়না কোনও।’

     

     

    ২০১৮-১৯ মৌসুমে ২৬ ম্যাচ খেলে ফেললেও মাত্র ১১ বার জাল খুঁজে পেয়েছেন বেল। লা লিগায় গোল করেছেন মাত্র ৫টি। গত সপ্তাহে আলাভেসের বিপক্ষে মূল একাদশে নেমেছিলেন, কিন্তু তেমন কিছুই করতে পারেননি। ৬৫ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে দর্শকদের দুয়োধ্বনির মাঝেই।