• বিপিএল ২০১৯
  • " />

     

    আরও দুই বছর খেলার ইচ্ছা আছে মাশরাফির

    আরও দুই বছর খেলার ইচ্ছা আছে মাশরাফির    

    গত কিছু দিনে প্রশ্নটা উঠেছে নানাভাবে। সাধারণ নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দেওয়ার সময়ও প্রশ্ন করা হয়েছে, বিশ্বকাপ শেষেই কি জাতীয় দল থেকে বিদায় নেবেন? সেটা এখনো নিশ্চিত করেননি মাশরাফি বিন মুর্তজা, যেমন করলেন না কালও। এবারের বিপিএলই কি তাঁর শেষ বিপিএল কি না, এমন প্রশ্নের জবাবে মাশরাফি বললেন, আরও অন্তত দুই বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে তাঁর।

     

     

    ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে যখন টেস্ট অভিষেক হয়েছে, সে সময় মাশরাফির বয়স ছিল ১৮। সেই টেস্টই ছিল আবার মাশরাফির অভিষেক প্রথম শ্রেণির ম্যাচ। লিস্ট এ বা জাতীয় দলে ওয়ানডে খেলাও হয়েছে ওই বছরেই। দেখতে দেখতে হয়ে গেল ১৮ বছরের কাছাকাছি। মাশরাফি পরের বিপিএল তো বটেই আরও অন্তত বছর দুয়েক খেলা চালিয়ে যেতে চান, ‘ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে ইচ্ছা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে কী হবে জানি না। ইন টোটাল সব কিছু মিলিয়ে একটা ইচ্ছা ছিল যে বিশ বছর ক্রিকেট খেলবো। শুধু যে আন্তর্জাতিক ক্রিকেট তা না। ধরেন, ঢাকা লিগ বা বিপিএল, এগুলো তো আমাদের বড় টুর্নামেন্ট। ক্রিকেট এখানেই। এখান থেকেই সবাই জাতীয় দলে যায়। অনেক আগের থেকে ইচ্ছা ছিল যে ২০ বছর খেলা। হবে কিনা জানি না। ইচ্ছা তো আছেই। বিপিএল যদি সামনের বছর সময় মতো হয়, সুযোগ থাকবে…।’

    টেস্ট থেকে অবসর একরকম নেওয়া হয়েই গেছে, প্রথম শ্রেণিতেও এখন কালেভদ্রে খেলেন মাশরাফি। জাতীয় দলের বাইরে আছে শুধু বিপিএল আর ঢাকা প্রিমিয়ার লিগ। রাজনীতির পাশাপাশি আপাতত আরও কিছুদিন তা চালিয়ে যেতে চান মাশরাফি।