• লা লিগা
  • " />

     

    মেসিকে ছাড়াই চলার প্রস্তুতি নিচ্ছে বার্সা: বার্তোমেউ

    মেসিকে ছাড়াই চলার প্রস্তুতি নিচ্ছে বার্সা: বার্তোমেউ    

    বার্সেলোনাতেই পেশাদার ক্যারিয়ারের শুরু তাঁর, ১৫ বছর ধরে খেলছেন এখানেই। এতগুলো বছরে লিওনেল মেসি হয়ে উঠেছেন বার্সার প্রতিশব্দ। আরও অনেক বছর এখানে খেলার ইচ্ছা পোষণ করলেও একদিন তো তাকে অবসর নিতেই হবে! তখন কী হবে বার্সার? বার্সা প্রেসিডেন্ট জোসেপ বার্তোমেউ বলছেন, ক্লাব যেন মেসিকে ছাড়া এগিয়ে যেতে পারে, সেই প্রস্তুতি এখন থেকেই শুরু করেছেন তাঁরা।

     

     

    এখন মেসির বয়স ৩১। হয়ত আর কয়েক বছর পরই বার্সাকে বিদায় জানাবেন ক্লাবের হয়ে ৬৬৪ ম্যাচে ৫৮১ গোল করা এই আর্জেন্টাইন। আগের মতো এই মৌসুমেও মেসি বুঝিয়ে দিয়েছেন, দলে তাঁর প্রয়োজনীয়তা কতটুক। মেসি না থাকলে বার্সেলোনার কী হবে, সে নিয়ে সমর্থকদের দুশ্চিন্তারও শেষ নেই।

    বার্তোমেউ তাই এখন থেকেই মেসি পরবর্তী সময়ের জন্য বার্সাকে তৈরি করতে চান, ‘ মেসি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা সবাই জানে। কিন্তু একদিন মেসি অবসর নেবে। আমাদের ওই সময়ের জন্য প্রস্তুতি নিতেই হবে। আর এটা শুরু করতে হবে এখন থেকেই। আগে থেকে শুরু না করলে পরে গিয়ে বিপদে পড়তে হবে ক্লাবকে।’

    ভবিষ্যতের প্রস্তুতির জন্য তরুণ ফুটবলার কেনার ওপর গুরুত্ব দিচ্ছেন বার্তোমেউ, ‘আর দুই বছর পরই প্রেসিডেন্ট হিসেবে আমার সময় শেষ হবে। আমি দায়িত্ব ছাড়ার আগে ক্লাবকে একটা ভালো অবস্থায় রেখে যেতে চাই। ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ ফুটবলারদের কিনতে হবে। কারণ তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাঁরা বর্তমান দলের সাথে খেলতে খেলতেই আমাদের ঐতিহ্যটা আত্মস্থ করবে, এটাকে সামনের দিকে নিয়ে যাবে।’

    যত যেই আসুক না কেনো, মেসির অভাবটা কি কখনো পূরণ হবে?