• লা লিগা
  • " />

     

    সিটি-চেলসি: 'চাহিদা ভিন্ন, লক্ষ্য একটাই

    সিটি-চেলসি: 'চাহিদা ভিন্ন, লক্ষ্য একটাই    

    চাহিদা ভিন্ন, লক্ষ্য একটাই

    ম্যানচেস্টার সিটি বনাম চেলসি; ১০ ফেব্রুয়ারি, রবিবার; ইতিহাদ স্টেডিয়াম; রাত ১০টা

     

    লিভারপুলের পয়েন্ট হারানোর সুযোগ ভালোভাবেই লুগে নিয়েছে পেপ গার্দিওলার দল। দুর্দান্ত ধারাবাহিকতায় গত সপ্তাহে এভারটনকে হারিয়ে লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে টেবিলের শীর্ষে চলে এসেছে 'সিটিজেন'রা। চ্যাম্পিয়নদের মতই ঘুরে দাঁড়িয়েছে তারা। এখন অপেক্ষা কেবল লিভারপুলের পা হড়কানোর।

    সিটির মতই অবশ্য মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছিল চেলসিরও। নতুন কোচ মরিজিও সারির অধীনে নতুন দিনের আলো দেখছিলেন 'ব্লুজ' সমর্থকেরা। একটা সময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর চেলসি এখন লড়ছে শীর্ষ চারে জায়গা করে নিতে। ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, টটেনহাম হটস্পাররা দারুণ ফর্মে থাকায় পয়েন্ট হারানোর কথা চিন্তায়ই আনার বিলাসিতা নেই সারির দলের। সিটির অপরাজিত থাকার রেকর্ড ভেঙ্গেছিল চেলসিই। সেই সুখস্মৃতি নিয়েই আগামীকাল ইতিহাদ স্টেডিয়ামে গার্দিওলার মুখোমুখি হচ্ছেন সারি।

     

     

    'ম্যাচটি ফাইনালের সমান'

    স্ট্যামফোর্ড ব্রিজে গত ডিসেম্বরে হেরেই ২০১৮-১৯ মৌসুমের প্রিমিয়ার লিগে অপরাজিত থাকার রেকর্ড হারিয়েছিল সিটি। ট্যাকটিক্স দিয়ে গার্দিওলার দলকে আটকে দিয়েছিলেন সারি। সেই হারের কথা ভোলেননি পেপ। সপ্তাহ দুয়েক পর ইএফএল কাপের ফাইনালে নামবে দুই দল। তবে গার্দিওলার মতে, আজকের ম্যাচটিও ফাইনালের সমান, 'লিগে এখন আমরা যে অবস্থায় আছি, তাতে প্রত্যেক ম্যাচকেই ফাইনালের সমান গুরুত্ব দিতে হবে। আমরা তা-ই করছি। কাল চেলসির বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য ফাইনাল। ইএফএল কাপের ফাইনালেও তাদের মুখোমুখি হব আমরা। সে হিসেবে তাদের বিপক্ষে শতভাগ প্রস্তুত থাকার দারুণ এক সুযোগ আমাদের সামনে আছে। আমরা টেবিলের শীর্ষে আছি, তবে এক ম্যাচ বেশি খেলেছি। যেভাবেই হোক, আমরা এবারও লিগ শিরোপা ঘরে তুলতে চাই।'

     

    'ইউরোপ সেরাদের বিপক্ষে নামব আমরা'

    প্রিমিয়ার লিগ টেবিলের দুই নম্বরে থাকলেও এই মৌসুমে ইউরোপে সিটির চেয়ে বেশি গোল করেনি কেউই (১০৩)। এমনকি গোলের দিক দিয়ে 'সেঞ্চুরি' পূরণ করা একমাত্র দলও 'সিটিজেন'রা। দৃষ্টিনন্দন আক্রণাত্মক ফুটবলে প্রায় সবারই বাহবা পেয়েছে সিটি। সারির কাছে তো পেয়েছে ইউরোপ সেরা ট্যাগই, 'টেবিলের অবস্থান নয়, মাঠের পারফরম্যান্স দিয়ে কোনও দলকে বিচার করা উচিত। সে হিসেবে এই মৌসুমে সিটির চেয়ে দুর্দান্ত দল নেই আমার মতে। রক্ষণ থেকে আক্রমণ- প্রত্যেক বিভাগে দুর্দান্ত ফুটবলার দিয়ে ঠাসা তাদের স্কোয়াড। প্রত্যেকেই জানে কখন কী করতে হবে দলে সুযোগ পেলে। এমন কারও বিপক্ষে ছক কষা বেশ কষ্টসাধ্য। আজকের ম্যাচ ইতিহাদে হওয়ায় স্বভাবাবিকভাবেই ফেভারিট সিটি। কিন্তু আমাদের সামনেও জয় ছাড়া বিকল্প নেই।'

     

    দলের খবর

    ইনজুরির কারণে সিটির হয়ে থাকছেন না ডিফেন্ডার জুটি বেনজামিন মেন্ডি এবং ভিনসেন্ট কম্পানি। তবে সিটির মত ইনজুরি সমস্যা নেই চেলসির। উলটো সারি পেয়েছেন সুখবর। হাঁটুর ইনজুরি কাটিয়ে পূর্ণ অনুশীলনে ফিরেছেন সেন্টার ব্যাক অ্যান্টোনিও রুডিগার, আজ হয়ত শুরু থেকেই থাকবেন 'ব্লুজ'দের মূল একাদশে।

     

     

    সম্ভাব্য মূল একাদশ:

    ম্যান সিটি (৪-৩-৩): এডারসন; ওয়াকার, স্টোনস, অটামেন্ডি, লাপোর্তে; সিলভা, ডি ব্রুইন, ফার্নান্দিনহো; স্টার্লিং, আগুয়েরো, সানে

    চেলসি (৪-৩-৩): কেপা; অ্যাজপিলিকুয়েতা, রুডিগার, লুইজ, আলোনসো; কান্তে, জর্জিনহো, বার্কলি; উইলিয়ান, হিগুয়াইন, হ্যাজার্ড

     

    সংখ্যায় সংখ্যায়:

    • নিজেদের প্রিমিয়ার লিগ ইতিহাসে চেলসির বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে সিটি (২৫)
    • প্রিমিয়ার লিগে এই মৌসুমে শীর্ষ ছয় দলের বিপক্ষে খেলা শেষ চার ম্যাচই হেরেছে চেলসি
    • প্রিমিয়ার লিগে ইতিহাদ স্টেডিয়ামে খেলা শেষ ৯ ম্যাচে মাত্র ২বার জিতেছে চেলসি

     

    'পুরনো' অ্যাটলেটিকোর সামনে 'নতুন' রিয়াল

    অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদ; ৯ ফেব্রুয়ারি, শনিবার; ওয়ান্ডা মেট্রোপলিটানো; রাত ৯:১৫

     

    মৌসুমের একটা সময় শীর্ষ চারের বাইরেই ছিল তারা। গত তিনবারের ইউরোপসেরা রিয়াল মাদ্রিদকে আগামী মৌসুমে হয়ত খেলতে হবে ইউরোপা লিগেই- মাস দুয়েক আগেও এই সম্ভাবনাকেই মনে হচ্ছিল অদূর ভবিষ্যৎের বাস্তবতা। কিন্তু দলটা যখন রিয়াল, তখন ফিরে আসার গল্পটাও আহত বাঘের মতই। নতুন বছরে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে টেবিলের তিন-এ উঠে এসেছে তারা। গত সপ্তাহে তো লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার ন্যু ক্যাম্পে কোপা ডেল রে প্রথম লেগে ড্র ছিনিয়ে এনেছে সান্তিয়াগো সোলারির দল। ভিনিসিয়াস জুনিয়র, করিম বেনজেমারা জ্বলে ওঠায় স্বরূপে ফিরেছে 'লস ব্লাঙ্কোস'রা। দুর্দান্ত ফর্ম এবং পর্বতসম আত্মবিশ্বাস নিয়ে আজ নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রলোপলিটানোতে নামছে রিয়াল। জিতলেই উঠে আসা যাবে টেবিলের দুই নম্বরে- পুরষ্কারে চোখ রেখেই আবারও নিজেদের সামর্থ্যের জানান দিতে নামবেন বেল-বেনজেমারা।

    সোলারির দলকে থামাতে এবং টেবিলে নিজেদের স্থান ধরে রাখতে নামছে অ্যাটলেটিকো। গত সপ্তাহে বার্সা, ভ্যালেন্সিয়ার সাথে ড্র করায় সুযোগ এসেছিল ব্যবধান কমানোর। কিন্তু রিয়াল বেটিসের বিপক্ষে হারায় ব্যবধান তো কমানোই হয়নি, উলটো আজ হারলেই নেমে যেতে হবে তিন-এ। লা লিগায় নিজেদের মাঠে একমাত্র অপরাজিত ডিয়েগো সিমিওনের দলের সামনে তাই নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জটাও বেশ বড়সড়ই।

     

    'ফেভারিট অবশ্যই রিয়াল'

    ২০১৮-১৯ লা লিগায় মাত্র দু'বার হেরেছে তার দল। ওয়ান্ডায় এখনও অপরাজিত তারা। কিন্তু তারপরও সিমিওনের মতে, আজ লা লিগার অনুষ্ঠিতব্য ১৬২তম 'মাদ্রিদ ডার্বি'তে ফেভারিট রিয়ালই, '২০১৯-এর শুরুটা অসাধারণ হয়েছে রিয়ালের। মৌসুমের শুরুর দিকে গোল করা নিয়ে কিছুটা ভুগতে হয়েছিল তাদের। কিন্তু এখন প্রায় প্রতি ম্যাচেই তারা ৩-৪ গোল করছে। রক্ষণটাও বেশ মজবুত হয়েছে তাদের। এত সমালোচনা হওয়ার পরেও ফেব্রুয়ারিতে এসেও তারা কিন্তু ঠিকই তিনটি প্রতিযোগিতাতেই (লিগ, কাপ, চ্যাম্পিয়নস লিগ) আছে। আমার মতে, সমালোচনার কড়া জবাবই দিয়েছে তারা (রিয়াল)। এভাবে ঘুরে দাঁড়ানোটা ওদেরই মানায়। পুরো দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলটা অসাধারণ। তাদের বিরুদ্ধে জেতাটা কঠিন হবে, আমাদের পুরো ৯০ মিনিট নিজেদের সেরাটা উগড়ে দিতে হবে। তবে সত্যি বলতে, আজ ফেভারিট রিয়ালই।'

    একসময় আর্জেন্টিনার জাতীয় দলে খেলেছেন একসাথে। কোচ হওয়ার আগে প্রায়ই একসাথে আড্ডা দিতেন দুজনে। সোলারি এবং সিমিওনের মাঝে বন্ধুত্বটা বেশ পুরনো। আজ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সিমিওনের কথায় তাই উঠে এল পুরনো দিনের স্মৃতি, 'সান্তি (সোলারি) আর আমি বেশ পুরনো বন্ধু। আর্জেন্টিনা বা ইউরোপে একটা সময় নিয়ম করে আড্ডা দিতাম আমরা। এখন পুরোদস্তুর পেশাদারি কোচিং-এ মনোযোগী হওয়ায় সেই অবকাশটা হয়ে উঠে না।' আজ ঘণ্টা দুয়েকের জন্য নিজেরা 'শত্রু' হয়ে উঠবেন কি না, এই প্রশ্নের উত্তরে বেশ উৎফুল্লই মনে হল সিমিওনেকে, 'সান্তি ওর প্রথম মৌসুম হিসেবে অসাধারণ করছে। আমি তাকে শুভেচ্ছা জানাই। তবে ফুটবলের বাইরেও আমাদের জীবন আছে। আজ যা-ই হোক, আমাদের বন্ধুত্ব অটুট থাকবে।'

     

     

    'অ্যাটলেটিকোর রক্ষণ ইউরোপ সেরা'

    সিমিওনে কোচ হয়ে আসার পর থেকেই রক্ষণভাগ দিয়ে পুরো ইউরোপের নজর কেড়েছে অ্যাটলেটিকো। ডিয়েগো গোডিন, হুয়ানফ্রানদের অভিজ্ঞতার সাথে সান্তিয়াগো আরিয়াস, হোসে মারিয়া হিমেনেজের তারুণ্যের মিশেল আর গোলবারের নিচে ইয়ান অবলাক নামক দুর্ভেদ্য দেয়াল- অ্যাটলেটিকোর রক্ষণ নিয়ে যেকোনও দলেরই হিংসে হতে পারে। রিয়াল কোচ সোলারির মতে, ইউরোপের সেরা রক্ষণ অ্যাটলেটিকোরই, 'তাদের রক্ষণভাগ ভেদ করতে পারে এমন ফরোয়ার্ড লাইন ইউরোপের খুব কম দলেরই আছে। গোলরক্ষক, সেন্টার বা ফুলব্যাক- অভাব নেই কোথাওই। লা লিগায় তারা সবচেয়ে কম গোল হজম করে। আর আক্রমণে গ্রিযমানরাও আছেন ফর্মে। সব মিলিয়ে আজ ম্যাচটা আমাদের জন্য বেশ শক্ত এক পরীক্ষা।'

    সিমিওনের মতই দুই আর্জেন্টাইন কোচের বন্ধুত্বের ব্যাপারে প্রশ্ন করা হয় সোলারিকেও। 'বন্ধু' সিমিওনেকে নিয়ে রীতিমত গর্বই করেছেন সোলারি, 'সে ইউরোপে আর্জেন্টাইন কোচদের সম্মানটা অন্য জায়গায় নিয়ে গেছে। অ্যাটলেটিকো ওর অধীনে নিজেদের সেরা সময়টা কাটিয়েছে। আমি অবশ্যই তাকে অভিনন্দন জানাই।' তবে আজকের ম্যাচ দিয়ে কয়েক ঘণ্টার জন্য হলেও দুই 'বন্ধু' কি 'শত্রু'তে পরিণত হবেন কি না, এই প্রশ্নের উত্তরটা সিমিওনের মতই পেশাদারি দিয়েছেন সোলারি, 'ফুটবল অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের দুজনের জীবনে। কিন্তু তার চেয়েও দামী আমাদের বন্ধুত্ব। অবশ্যই আজকের বা পরবর্তী কোনও ম্যাচে আমাদের বন্ধুত্বে ভাটা পড়বে না।'

     

     

    দলের খবর

    ইনজুরিতে পড়ায় অ্যাটলেটিকোর হয়ে ম্যাচটি নিশ্চিতভাবে মিস করবেন ডিয়েগো কস্তা এবং স্টেফান সাভিচ। কোকে, সল নিগুয়েজ এবং গোডিনের খেলা নিয়েও আছে সংশয়। শেষ মুহূর্তের ফিটনেস পরীক্ষার দিকেই তাকিয়ে থাকবেন সিমিওনে। কস্তা ইনজুরিতে পড়ায় আজ হয়ত সাবেক দল রিয়ালের বিপক্ষে অ্যটলেটিকোর মাঠে নিজের প্রথম 'হোম' ম্যাচ খেলবেন আলভারো মোরাতা।

    বার্সার বিপক্ষে কোপা ডেল রে-তে ইনজুরিতে পড়ায় আজ রিয়ালের হয়ে থাকছেন না মার্কোস ইয়োরেন্তে। থাকছেন না তরুণ সেন্টার ব্যাক হেসুস ভায়েহোও। তবে ইনজুরি কাটিয়ে আজ রিয়ালের মূল একাদশে ফিরতে পারেন মার্কো আসেন্সিও।

     

    সম্ভাব্য মূল একাদশ:

    অ্যাটলেটিকো (৪-৪-২): ওবলাক; আরিয়াস, গোডিন, হিমেনেজ, হার্নান্দেজ; কোকে, সল, থমাস, রড্রি; গ্রিযমান, মোরাতা

    রিয়াল (৪-৩-৩): কর্তোয়া; কারভাহাল, ভারান, রামোস, মার্সেলো; ক্রুস, মদ্রিচ, কাসেমিরো; ভাজকেজ, বেনজেমা, ভিনিসিয়াস

     

    সংখ্যায় সংখ্যায়:

    • লিগে ১৬২তম বারের মত আজ মুখোমুখি হচ্ছে দু'দল। রিয়ালের জয় ৮৬টিতে, অ্যাটলেটিকো জিতেছে ৩৯টি
    • লা লিগায় দু'দলের শেষ চার ম্যাচই ড্র হয়েছে
    • লিগে রিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে অ্যাটলেটিকো শেষ জিতেছিল ২০১৫ সালে

     

    সপ্তাহের গাইডলাইন

    প্রিমিয়ার লিগ

    ফুলহ্যাম-ম্যানচেস্টার ইউনাইটেড (৯ ফেব্রুয়ারি, শনিবার, সন্ধ্যা ৬:৩০)

    হাডার্সফিল্ড-আর্সেনাল (৯ ফেব্রুয়ারি, শনিবার, রাত ৯:০০)

    লিভারপুল-বোর্নমাউথ (৯ ফেব্রুয়ারি, শনিবার, রাত ৯:০০)

    টটেনহাম-লেস্টার (১০ ফেব্রুয়ারি, রবিবার, সন্ধ্যা ৭:৩০)

    ম্যান সিটি-চেলসি (১০ ফেব্রুয়ারি, রবিবার, রাত ১০:০০)

    লা লিগা

    অ্যাটলেটিকো মাদ্রিদ-রিয়াল মাদ্রিদ (৯ ফেব্রুয়ারি, শনিবার, রাত ৯:১৫)

    অ্যাথলেটিক বিলবাও-বার্সেলোনা (১১ ফেব্রুয়ারি, সোমবার, রাত ১:৪৫)

    সিরি আ

    সাসুউলো-জুভেন্টাস (১০ ফেব্রুয়ারি, রবিবার, রাত ১১:০০)

    বুন্দেসলিগা

    বরুশিয়া ডর্টমুন্ড-হফেইনহেইম (৯ ফেব্রুয়ারি, শনিবার, রাত ১০:৩০)

    বায়ার্ন মিউনিখ-এফসি শালকে (৯ ফেব্রুয়ারি, শনিবার, রাত ১১:৩০)

    ফ্রেঞ্চ লিগ

    পিএসজি-বোর্দো (৯ ফেব্রুয়ারি, শনিবার, রাত ১০:০০)