যে কারণে ক্লাসিকো মিস করছেন না রামোস
চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে ইচ্ছে করে হলুদ কার্ড দেখে বিতর্ক তুলেছিলেন সার্জিও রামোস। লা লিগাতেও একই কাজ করবেন কী না সে প্রশ্নও ছিল। জিরোনার বিপক্ষে ম্যাচের আগে এই মৌসুমে লা লিগায় মোট ৪ টি হলুদ কার্ড দেখেছিলেন রামোস। ৫ টি হয়ে গেলেই এক ম্যাচ নিষিদ্ধ হতে হত রিয়াল অধিনায়ককে। সে ম্যাচে রামোস দেখেছেন লাল কার্ড। তবে সে কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হচ্ছে না তিনি।
লেভান্তের পর রিয়ালের ম্যাচ বার্সেলোনার বিপক্ষে। লা লিগায় দুই দল মুখোমুখি হবে মার্চের ২ তারিখ। কিন্তু লা লিগার নিয়ম অনুযায়ী ৪ লাল কার্ড দেখার পর কোনো ম্যাচে লাল কার্ড দেখলে শুধু মাত্র লাল কার্ডের শাস্তিটাই পেতে হবে খেলোয়াড়কে। অর্থাৎ, জিরোনার বিপক্ষে দুই হলুদ কার্ডের জন্য রামোস কেবল মিস করবেন লেভান্তের বিপক্ষে ম্যাচটি। এরপর বার্সেলোনার বিপক্ষে আবার ৪ হলুদ কার্ড নিয়েই খেলা শুরু করবেন।
জিরোনার বিপক্ষে অবশ্য রক্ষণের জন্য নয় বরং গোল করতে গিয়েই দ্বিতীয় হলুদ কার্ডটা দেখেছেন রামোস। দুই গোলে পিছিয়ে থাকা ম্যাচে দলকে ফিরিয়ে আনতে গোলের উদ্দেশ্যে গিয়েছিলেন প্রতিপক্ষের ডিবক্সের মাথায়। সেখানেই ওভারহেড কিক করেছিলেন। কিন্তু অসতর্কতার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখার হাত থেকে আর বাঁচতে পারেননি। লা লিগায় দেখেছেন ক্যারিয়ারের ২৫ তম লাল কার্ড। লাল কার্ড দেখার রেকর্ডে অবশ্য অনন্যও রামোস, লা লিগার ইতিহাসে তার চেয়ে বেশি লাল কার্ড নেই কারোই।