একজন করলেন ১৫, বাকি সবাই মিলে ৬ রান!
এরকম অদ্ভুত স্কোরকার্ড আপনি আগে দেখেছেন কি না সন্দেহ। দলের একজনের রান ১৫, আর কেউ দুই অঙ্ক ছুঁতেই পারেননি। তার চেয়েও অবাক করা ব্যাপার, বাকি সবাই মিলে করেছেন ৬ রান। ৩ রান এসেছে ওয়াইড থেকে। মোট হয়েছে ২৪ রান, প্রায় অবিশ্বাস্য যে কীর্তির জন্ম দিয়েছে ওমান। স্কটল্যান্ডের বিপক্ষে আজ এক দিনের ম্যাচেই এমন দশা হয়েছে ওমানের স্কোরকার্ডের।
লিস্ট এ ক্রিকেটের সর্বনিম্ন স্কোর
দল মোট-রান ওভার প্রতিপক্ষ ভেন্যু তারিখ
ওয়েস্ট ইন্ডিজ অ-১৯ ১৮ ১৪.৩ বার্বাডোস ব্লেইরমন্ট ১৭ অক্টোবর, ২০১৭
সারাসেন্স ১৯ ১০.৫ কোল্টস কলম্বো ১৩ ডিসেম্বর, ২০১২
মিডলসেক্স ২৩ ১৯.৫ ইয়র্কশায়ার লিডস ২৩ জানুয়ারি, ১৯৭৪
ওমান ২৪ ১৭.১ স্কটল্যান্ড আল আমেরাত ১৯ ফেব্রুয়ারি, ২০১৯
চট্টগ্রাম বিভাগ ৩০ ২০.৪ সিলেট বিভাগ ঢাকা ২৭ ডিসেম্বর, ২০০২
ম্যাচটা স্বীকৃত ওয়ানডে নয় বলে ঠিক রেকর্ড হয়ে যায়নি। তবে লিস্ট এর ইতিহাসেই এর চেয়ে কম রানে অলরাউট হওয়ার রেকর্ড আছে মাত্র দুইটি। শুন্য রানে প্রথম উইকেট হারানোর পর ৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ওমান। সর্বোচ্চ ৮ রানের জুটি এসেছে পঞ্চম উইকেটে। তিনে নেমে খাওয়ার আলী একাই করেছেন ১৫ রান, তবে বাকিদের আসা যাওয়াটা ঠেকাতে পারেননি। দলের একমাত্র বাউন্ডারিও এসেছে তাঁর ব্যাট থেকেই। ওমান ২৪ রানে হারিয়েছে শেষ ৩ উইকেট। স্কটল্যান্ডের রুইড্রি স্মিথ ও আদ্রিয়ান নেইল নিয়েছেন চারটি করে উইকেট। তবে দুই জন মিলে তিনটি ওয়াইড না দিলে ২৪ও হয় না ওমানের! ১৮ ওভারের মধ্যে গুটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস।
সেই রান তাড়া করে চতুর্থ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জিতে গেছে স্কটল্যান্ড, সব মিলে খেলা হয়েছে ২০.৩ ওভার। স্কটল্যান্ডের ওমান সফরের শুরুটাই হয়েছে এমন জয় দিয়ে, বাকি আছে আরও দুইটি ওয়ানডে।