পিকের খোঁচায় আরবেলোয়ার জবাব
ক্যারিয়ারের একটা লম্বা সময় স্পেনের জাতীয় দলে একসাথে খেলেছেন দুজন। স্পেনের ইউরো-বিশ্বকাপ-ইউরো জেতা দলের অন্যতম সদস্য তারা। এতদিনের সতীর্থ হলেও দুজনের সম্পর্কটা তো বন্ধুসুলভ নয়ই, উল্টো শত্রুতার বললেও হয়ত খুব একটা ভুল বলা হবে না। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার হওয়ায় আলভারো আরবেলোয়া এবং জেরার্ড পিকের মাঝে দ্বন্দ্ব লেগেই থাকে প্রায় সময়ই।রিয়ালের প্রতি রেফারিদের 'পক্ষপাতিত্ব' নিয়ে মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন পিকে। সাবেক সতীর্থকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিকেকে একহাত নিলেন রিয়ালের সাবেক ফুটবলার। রিয়ালের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার ১০০০ দিন পূরণের দিন ইন্সটাগ্রামে এক পোস্টে পিকেকে 'খোঁচা'ই দিয়েছেন আরবেলোয়া।
সপ্তাহ দুয়েক আগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল। কিন্তু সে ম্যাচে ভিডিও রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে রীতিমত বিতর্কের ঝড়ই বয়ে গেছে। ভিনিসিয়াস জুনিয়রকে করা ফাউল ডিবক্সে ছিল কি না, বা আলভারো মোরাতাকে ডিবক্সে ফাউল- সিদ্ধান্তগুলো রিয়ালের পক্ষে যাওয়ায় রীতিমত ফুঁসেই উঠেছিল অ্যাটলেটিকো। বিতর্কিত সিদ্ধান্ত নিজেদের পক্ষে যাওয়ায় নিশ্চুপ রিয়ালের সমালোচনা করেছেন পিকে, 'প্রতি মৌসুমেই তারা (রিয়াল) রেফারির সমালোচনা করে থাকে। তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত গেলেই আপিল করা থেকে শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার ফুলঝুরিই ছোটে রীতিমত। কিন্তু ওয়ান্ডায় সেদিন রিয়ালের পক্ষপাতিত্ব করেছেন রেফারি, সবাই দেখেছে। নিজেদের পক্ষে সিদ্ধান্ত যাওয়ার পরপরই রেফারির সমালোচনা হঠাৎ করেই বন্ধ করে দিয়েছে তারা। প্রতি মৌসুমেই এমন হয়ে আসছে।'
অন্যদিকে রিয়ালের বাস্কেটবল দলের শেষ ম্যাচেও রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা হয়েছে বেশ। এ বিষয়েও আলোকপাত করেছেন পিকে, 'শুধু ফুটবল নয়, বাস্কেটবলেও রেফারির সিদ্ধান্ত তাদের পক্ষে গেছে। ভাগ্য ভাল রিয়াল অন্যান্য খেলায় অংশগ্রহণ করে না, করলে সেসব খেলায়ও রেফারির সমালোচনায় মেতে উঠতো তারা।'
২০১৬ সাল থেকে এখন পর্যন্ত টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ ঘরে তুলেছে রিয়াল। গত সপ্তাহে পূরণ হয়েছে ইউরোপসেরা হওয়ার ১০০০ দিন। পিকের সমালোচনার মোক্ষম জবাবের জন্য এই উপলক্ষ্যই বেছে নিলেন আরবেলোয়া। ইন্সটাগ্রামে ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ শিরোপা তুলে ধরার তিনটি ছবি কোলাজ করে আরবেলোয়া ক্যাপশন দিয়েছেন, 'ইউরোপসেরা হওয়ার ১০০০তম দিন। বিশ্বসেরা ক্লাব হিসেবে এক শতাব্দীরও বেশি সময়। অন্য কিছুর কী দরকার!' ফুটবলের মত বাস্কেটবলের 'চ্যাম্পিয়নস লিগ' বা ইউরোলিগেরও চ্যাম্পিয়ন রিয়াল। শেষ লাইনে হয়ত সেটাই পিকেকে বুঝিয়ে দিলেন আরবেলোয়া।