• লা লিগা
  • " />

     

    একদিন কম বিশ্রাম পেয়েও রিয়ালকে হারিয়েছিলাম: পিকে

    একদিন কম বিশ্রাম পেয়েও রিয়ালকে হারিয়েছিলাম: পিকে    

    লেভান্তের বিপক্ষে লা লিগার ম্যাচের পর বার্সেলোনার সাথে কোপা ডেল রের ম্যাচে আগে তাঁরা সময় পাবেন তিনদিন। রিয়াল মাদ্রিদ কোচ সান্তিয়াগো সোলারি কিছুটা অভিযোগের সুরেই বলেছেন, কোপার সেমিফাইনালের আগে বার্সা তাদের চেয়ে একদিন বেশি বিশ্রাম পাবে। সোলারির এমন কথার জবাবটা সাথে সাথেই দিয়েছেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। পিকে সোলারিকে মনে করিয়ে দিচ্ছেন, গত অক্টোবরে একদিন কম বিশ্রাম পেয়েও রিয়ালকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছিলেন তাঁরা।

     

     

    আজ রাতে লা লিগার ম্যাচে লেভান্তের মুখোমুখি হবে রিয়াল। ২৮ ফেব্রুয়ারি বার্সার বিপক্ষে কোপা ডেল রের সেমির দ্বিতীয় লেগে মাঠে নামবে তাঁরা। বার্সা গতকাল সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলে জিতেছে, তাঁরা সেমির আগে বিশ্রাম পাচ্ছে চারদিন। অন্যদিকে রিয়াল পাচ্ছে তিনদিন।

    শুধু তাই নয়, আগামী দশদিনের মাঝে রিয়ালকে খেলতে হবে চারটি ম্যাচ। কোপার সেমির দুইদিন পর আবার এল ক্লাসিকোতে মুখিমুখি হবে রিয়াল-বার্সা। তার দুইদিন পরেই চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে লড়বে রিয়াল। এরকম সময়সূচী নিয়ে তাই কিছুটা মনঃক্ষুণ্ণ রিয়াল কোচ সোলারি।

    পিকে সোলারিকে মনে করিয়ে দিচ্ছেন, একদিন কম বিশ্রাম পেলেও ম্যাচ জেতা যায়, ‘আমার যদি ভুল না হয়, তাহলে মৌসুমের শুরুতে রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে আমরাও কম বিশ্রাম পেয়েছিলাম। কিন্তু তাও তো আমরা ৫-১ গোলের বড় ব্যবধানেই জিতেছিলাম! রিয়াল ও আমরা দুই পক্ষই ম্যাচটার জন্য মুখিয়ে আছি। একদিন কম বিশ্রামে কিছুই যায় আসে না। আশা করি আমরা তাদের হারিয়েই ফাইনালে যাব।’

    সেমির প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে। বার্সা না রিয়াল, শেষ পর্যন্ত কে যাবে ফাইনালে, সেটা জানা যাবে ২৮ ফেব্রুয়ারি রাতেই।