বিশ্বকাপের আগে আইপিএল নিয়ে দুশ্চিন্তায় কোহলি
বিশ্বকাপের বাকি আর মাত্র তিন মাস। ইংল্যান্ডে পা রাখার আগে বিরাট কোহলির দল খেলবে আর পাঁচটি ওয়ানডে। অন্যদিকে প্রায় দেড় মাস ধরে ভারতের সবাই ব্যস্ত থাকবে আইপিএল নিয়েই। বিশ্বকাপের আগে অতিরিক্ত টি-টোয়েন্টি খেলা নিয়ে এবার নিজের দুশ্চিন্তার কথা জানালেন কোহলি, তার মতে বিশ্বকাপের আগে আরো বেশি ওয়ানডে খেলা উচিত ভারতের।
আইপিএল শেষ হওয়ার এক মাসের মাঝেই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। অতিরিক্ত টি-টোয়েন্টির প্রভাবটা ওয়ানডেতেও পড়তে পারে, এমনটাই আশংকা কোহলির, ‘যারা বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন, তাদের এই ব্যাপারটায় খুব সতর্ক থাকতে হবে। দীর্ঘ সময় ধরে আইপিএল খেলবে তাদের সবাই। টি-টোয়েন্টির প্রভাবটা যেন ওয়ানডে ফরম্যাটে না পড়ে, সেইদিকে বিশেষ নজর রাখতে হবে। শুধু তাই না, আইপিএলে অনেকের খারাপ সময় যেতে পারে, এটার বাজে প্রভাব যদি বিশ্বকাপে পড়ে, সেটা খুবই দুশ্চিন্তার বিষয়। সবাইকে তাই নিজেদের মনোযোগটা বিশ্বকাপের দিকেই রাখতে হবে।’
আজ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এই সিরিজে দুইটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে ভারত। এরপর ২৫ মে নিউজিল্যান্ড ও ২৮ মে বাংলাদেশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তাঁরা। বিশ্বকাপের আগে আর কোনো ওয়ানডে খেলবে না কোহলির দল।
বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে আরো বেশি ওয়ানডে আয়োজন করা উচিত ছিল বিসিসিআইয়ের, মানছেন কোহলি, ‘আরও বেশ কিছু ওয়ানডে খেলা উচিত আমাদের। বাস্তবতা এটাই বলে। তবে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করাটা হয়ত কঠিন হয়ে গেছে বোর্ডের জন্য। তবুও দেড় মাস আইপিএল খেলার পর কিছু ওয়ানডে খেললে দলের প্রস্তুতিটা ভালো হতো। শুধু আমাদের জন্য না, যারা আমাদের প্রতিপক্ষ থাকত তাদের জন্যও উপকার হতো। কিন্তু এখন যে কয়টি ম্যাচ খেলার সুযোগ পাবো, সে কয়টিতেই প্রস্তুতি সেরে নিতে হবে।’
৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ যাত্রা।