• লা লিগা
  • " />

     

    এই মৌসুমে সবকিছুই জিততে চান মেসি

    এই মৌসুমে সবকিছুই জিততে চান মেসি    

    চার ম্যাচে গোলের দেখা পাননি। লিওনেল মেসির গোলখরায় ভুগছিল বার্সেলোনাও, এই চার ম্যাচে তাঁরা গোল পেয়েছে মাত্র একটি, জয়ও শুধু ভায়াদোলিদের বিপক্ষেই। এল ক্লাসিকোকে সামনে রেখে সেভিয়ার বিপক্ষে ম্যাচেই স্বরূপে ফিরলেন মেসি, ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিক করে বার্সাকে এনে দিলেন ৪-২ গোলের স্বস্তির জয়। ম্যাচ শেষে মেসি বলছেন, এই মৌসুমে সবকিছুই জিততে চান তিনি।

     

     

    শেষবার ২০১৫ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল বার্সা। গত তিন মৌসুমে ইউরোপে আশানরূপ ফল করতে পারেননি মেসিরা। এবার তাই লিগের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগও জিততে চান মেসি, ‘এখনো লিগের অনেকটা বাকি। দিনদিন লড়াইটা আরো কঠিন হবে। শুধু লিগ নয়, অন্য সব টুর্নামেন্টকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি। কোপা ডেল রের ফাইনাল থেকে আমরা মাত্র একধাপ দূরে আছি। লিগ, কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগ; সব শিরোপাই এবার জিততে চাই।’

    লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট এগিয়ে থেকেই শীর্ষে আছে বার্সা। শেষ চার ম্যাচের খারাপ সময় পেছনে ফেলে দল ও নিজে শিরোপার জয়ের কাছে পৌঁছে যাবেন, এমনটাই আশাবাদ মেসি, ‘গত কয়েক ম্যাচে আমরা নিজেদের সেরা ফুটবল খেলিনি। ফুটবলে এমনটা হয়। তবে সেভিয়ার বিপক্ষে দল দারুণ খেলেছে, আমিও গোল পেয়েছি। সেভিয়ার মতো দলের সাথে জেতা সহজ কাজ না। সামনে আরো কঠিন ম্যাচ আসছে। আমাদের এখন প্রতিটা ম্যাচেই সমান গুরুত্ব দিয়ে খেলতে হবে।' 

    ২৮ ফেব্রুয়ারি রিয়ালের বিপক্ষে কোপা ডেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ক্যাম্প ন্যুর প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল বার্সা। সান্তিয়াগো বার্নাব্যুতে জয় নিয়েই ফিরতে চান মেসি, ‘ম্যাচটা খুব কঠিন হবে। ঘরের মাঠে মাদ্রিদ খুবই শক্তিশালী দল। তবে আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’

    শেষ পর্যন্ত বার্নাব্যু থেকে হাসিমুখে ফিরতে পারেন কিনা মেসি, সেটা জানা যাবে আর চারদিন পরেই।