• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    পাকিস্তানকে দক্ষিণ আফ্রিকার মতো 'একঘরে' করতে চায় ভারত!

    পাকিস্তানকে দক্ষিণ আফ্রিকার মতো 'একঘরে' করতে চায় ভারত!    

    ব্যাপারটা শুধু আর বিশ্বকাপের ওই ম্যাচ খেলা না খেলার মাঝে সীমাবদ্ধ নেই। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে পিসিবিকে সব ধরনের বেকায়দায় ফেলতেই যেন আদাজল খেয়ে নেমেছে বিসিসিআই। বিসিসিআইয়ের পরিচালনা পরিষদের প্রধান বিনোদ রায় জানিয়েছেন, একটা সময় দক্ষিণ আফ্রিকা যেমন নির্বাসিত ছিল, ক্রিকেট দুনিয়ায় পাকিস্তানকে সেভাবেই ‘একঘরে’ করে রাখতে চান তাঁরা।

     

     

    কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর ওপর পাকিস্তানি সন্ত্রাসীদের হামলার পর থেকেই দুই দেশের মাঝে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। স্বভাবতই সেই প্রভাব পড়েছে খেলার মাঠেও। আগামী ১৬ জুন ম্যানচেস্টারে হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচ আদৌ হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। ভারতের অনেক সাবেক ক্রিকেটারই চান না বিরাট কোহলিরা সরফরাজ আহমেদদের বিপক্ষে মাঠে নামুক। শুধু তাই নয়, আইসিসির আগামী বৈঠকে পাকিস্তানকে বিশ্বকাপে নিষিদ্ধ করার দাবিও তুলবে বিসিসিআই।

     

    ইন্ডিয়া টুডেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিনোদ বলছেন, পাকিস্তানের সাথে খেলার ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহী নন তাঁরা। তবে বিশ্বকাপের মতো মঞ্চে ম্যাচ বয়কট করলে ভারতের ভাবমূর্তি নষ্ট হবে বলেও মানছেন বিনোদ, ‘আমরা চার বছর ধরে এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিয়েছি। ম্যাচ বয়কট করা হবে নিজের পায়ে কুড়াল মারার সমান। আমরা পাকিস্তানের সাথে খেলতে চাই না, কিন্তু ম্যাচ বয়কট করলে তো আমাদেরই ক্ষতি।’

    বিনোদ চাইছেন, শুধু ভারত নয়, পুরো ক্রিকেট বিশ্বই যেন পাকিস্তানকে বয়কট করে, ‘শুধু একটা ম্যাচ বয়কট না, আমাদের লক্ষ্য হওয়া উচিত পাকিস্তানকে একঘরে করা। এটাই আমরা চেষ্টা করছি। আমরা আইসিসিকে বোঝাতে চাই, পাকিস্তান ক্রিকেট বিশ্বের 'বিদ্বেষমূলক' মনোভাবের দেশ। একটা সময় ২২ বছর দক্ষিণ আফ্রিকার সাথে যেমন কেউ খেলতে চাইত না, পাকিস্তানের সাথেও যেন তেমনভাবে কেউ না খেলে। আইসিসির পরবর্তী বৈঠকে আমরা এই দাবিটা তুলে ধরব।’ 

    পাকিস্তানকে কি সত্যিই একঘরে করে ফেলবে ভারত?