রিয়ালের জয় ছাপিয়ে আবার ভিএআর বিতর্ক
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি কিংবা চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে ম্যাচ; রিয়াল মাদ্রিদের ম্যাচে আবার ফিরে এলো ভিএআর। কাল লেভান্তের বিপক্ষেও ঘটল একই ঘটনা। ভিএআরের সাহায্যে পাওয়া বিতর্কিত দুই পেনাল্টিতেই লেভান্তেকে ২-১ গোলে হারিয়েছে সান্তিয়াগো সোলারির রিয়াল।
প্রতিপক্ষের মাঠে প্রথম সুযোগ পেয়েছিল রিয়ালই। ১৩ মিনিটে লুকাস ভাসকেজের হেড পোস্ট ঘেঁষে চলে যায়। ২৩ মিনিটে গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন লেভান্তের রোজার মার্তি, তার শট পোস্টে লেগে ফিরে আসলে এগিয়ে যাওয়া হয়নি লেভান্তের। ৩১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের ডান পায়ের শট দারুণভাবে ঠেকিয়ে দেন ফার্নান্দেজ। ৩৯ মিনিটে টনি ক্রুসকেও হতাশ করেন তিনি।
৪০ মিনিটে এনিস বার্দির বিরুদ্ধে বক্সের ভেতর হ্যান্ডবলের অভিযোগ আনে রিয়াল। প্রথম রেফারি পেনাল্টি না দিলেও ভিএআরের সাহায্যে পরে সিদ্ধান্ত বদলান। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি করিম বেনজেমা। বিরতির কিছুক্ষণ আগে আবার মার্তির শট বারপোস্টে লাগলে সমতা আনা হয়নি লেভান্তের।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মার্তির শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন বেনজেমা, তার হেড পোস্টে লেগে ফিরে আসে। তিনবার হতাশ হওয়ার পর শেষ পর্যন্ত লেভান্তেকে ম্যাচে ফেরান মার্তিই। ৬০ মিনিটে লুইস মোরালেসের বাড়ানো বলে মার্তির ডান পায়ের শট আর ঠেকাতে পারেননি কোর্তোয়া। ৭১ মিনিটে ভিনিয়াস জুনিয়র রিয়ালকে আবার এগিয়ে দিতে পারতেন, তার শট বাঁচিয়ে দেন ফার্নান্দেজ।
৭৮ মিনিটে আবার সামনে আসে ভিএআর বিতর্ক। বক্সের ভেতর কাসেমিরোকে ফাউল করেন চেক ডকোরি। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্তে অটল থাকেন। লেভান্তের দাবি ছিল, কাসেমিরো খুব অল্পতেই পড়ে গেছেন! পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন গ্যারেথ বেল।
৮৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাচো। দুই মিনিট পর দশ জনের দলে পরিণত হয় লেভান্তেও। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রুবেন রোচিনাকে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই বাড়ি ফিরছে রিয়াল। এই জয়ে ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল রিয়াল, শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এখনো ৯ পয়েন্ট পেছনে তাঁরা।