বেলের উদযাপনে 'উভয় সঙ্কট'
২০১৮-১৯ মৌসুমে রিয়াল মাদ্রিদের ম্যাচে গ্যারেথ বেলের বেঞ্চে বসে থাকা যেন পরিণত হয়েছে নিয়মিত দৃশ্যেই। ইনজুরি, ফর্মহীনতায় সান্তিয়াগো সোলারির মূল একাদশে জায়গা হারিয়েছেন আগেই। বেলের বদলে লুকাস ভাজকেজ, ভিনিসিয়াস জুনিয়র, মার্কো আসেন্সিওদেরই বেছে নিয়েছে সোলারি। লেভান্তের বিপক্ষে গত রবিবারও বেঞ্চেই ছিলেন বেল। তবে ধুঁকতে থাকা রিয়ালকে পেনাল্টি থেকে গোল করে জিতিয়েছেন তিনিই। কিন্তু দলকে জিতিয়েও তোপের মুখে পড়তে হচ্ছে ওয়েলশ ফরোয়ার্ডকে। গোলের পর সতীর্থ লুকাস ভাজকেজের আলিঙ্গনে আবদ্ধ না হয়ে নিজেদের অর্ধে ফিরে আসেন বেল। তবে এবার বেলের সমর্থনে এগিয়ে এসেছেন সোলারি। জানিয়েছেন, উদযাপনটা নিজের ইচ্ছেমতই করতে পারেন বেল। এক্ষেত্রে কোনও বাধা-নিষেধ নেই।
উদযাপন নিয়ে এই মৌসুমে এবারই প্রথম বিতর্কিত হননি বেল। সপ্তাহ দুয়েক আগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করেছিলেন। গোলের পর উদযাপন দিয়ে অ্যাটলেটিকো সমর্থকদের প্রলুব্ধ করার অভিযোগও উঠেছিল বেলের বিরুদ্ধে। আর গত রবিবার লেভান্তের বিপক্ষে লা লিগায় রিয়ালের ম্যাচ নিয়েও কম জলঘোলা হয়নি। ২-১ ব্যবধানে জেতা ম্যাচে রিয়ালের দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। কিন্তু দুটি পেনাল্টি নিয়েই আছে যথেষ্ট ধোঁয়াশা। তার ওপর বেলের উদযাপন নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ৭৮ মিনিটে কাসেমিরোকে ফাউল করে রিয়ালকে পেনাল্টি উপহার দেন লেভান্তের চেক ডকোরি, পেনাল্টির বাঁশি দেন রেফারি। লেভান্তের জোর আবেদনে ভিডিও রেফারির শরণাপন্ন হলেও বদলায়নি সিদ্ধান্ত। ১২ গজ থেকে দলকে লিড এনে দেন বেল। কিন্তু তখনই সৃষ্টি হয় বিব্রতকর পরিস্থিতি। গোলের পর উদযাপনের সময় বেলকে আলিঙ্গন করতে চেয়েছিলেন ভাজকেজ, কিন্তু স্প্যানিশ ফরোয়ার্ডের সাথে উদযাপন না করেই নিজেদের অর্ধে ফিরে যান বেল। সতীর্থের এমন ব্যবহারে স্বাভাবিকভাবেই চটেছিলেন ভাজকেজ, ফিরে যাওয়ার সময় বেলের উদ্দেশ্যে কী যেন বিড়বিড় করছিলেন।
রিয়ালের জার্সিতে নিজের ৬ষ্ঠ মৌসুমটা একেবারেই ভাল যাচ্ছে না বেলের। ক্রিশ্চিয়ানো রোনালদোর শূন্যস্থান তো পূরণ করতেই পারেননি, উল্টো মাঠের বাইরেও বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছেন। তবে রিয়ালের সাবেক ম্যানেজার বার্নড শুস্টার মনে করেন, বেলের হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক, 'এই মৌসুমে সে(বেল) মূল একাদশে সুযোগ পাচ্ছে না তেমন। পারফরম্যান্সের বিচারেও অবশ্য ভিনিসিয়াস, আসেন্সিওর চেয়ে বেশ পিছিয়ে আছে সে। কিন্তু আপনি যখন বেল, আসেন্সিও এবং ফেদেকে (ভালভার্দে) বদলি হওয়ার আগে গা গরম করতে পাঠান, তখন সবার আগে বদলি হয়ে বেলেরই মাঠে ঢোকা উচিত। কিন্তু গতকাল ফেদেকে আগে নামিয়েছেন সোলারি। এজন্য বেল হতাশ হতেই পারে।'
বেলের পক্ষে কথা বলার যেমন মানুষও আছে, তেমনি বেলকে ধুয়ে দেওয়ার দলটাও একেবারে হালকা নয়। রিয়ালের কিংবদন্তী পেদ্রাগ মিয়াতোভিচ দ্বিতীয় দলে। গত সপ্তাহেই 'বেলের ওপর রিয়ালের সবাই বিরক্ত' মন্তব্য করে আলোচনায় এসেছিলেন '৯৮ চ্যাম্পিয়নস লিগ জয়ে রিয়ালের নায়ক মিয়াতোভিচ। গত রবিবারের ঘটনায় আবারও বেলের সমালোচনায় মুখর তিনি, 'বেল পুরো দলের সংহতিতে ব্যাঘাত ঘটাচ্ছে। উদযাপন দলের সবার সাথে করা উচিত। মাঠে ১১জন কেবল সতীর্থ নয়, তারা প্রত্যেকেই রিয়ালের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। লুকাসকে ফিরিয়ে দেওয়াটা বেশ অসম্মানজনক লেগেছে আমার কাছে।'
এত আলোচনা যাকে নিয়ে, যাকে নিয়ে অভিযোগ আছে বেশ; সেই বেল নিজেও রিয়ালে তার সতীর্থদের ওপর চটেছেন, জানিয়েছে মার্কা। বিশেষ করে মার্সেলো এবং থিবো কর্তোয়ার ওপর রাগটা বেশি বেলের। গত সপ্তাহে বেলের স্প্যানিশ বলতে না পারার সমালোচনা প্রকাশ্যে সংবাদমাধ্যমে করেছিলেন রিয়ালের লেফটব্যাক। আর গত সপ্তাহে জিরোনার বিপক্ষে হারের পর যেন মানসিকভাবে কেউ দমে না যায়, সেজন্য রিয়ালের সব ফুটবলার মিলে বারবিকিউ আয়োজন করেছিলেন। রাত ১১টায় অনুষ্ঠিতব্য সেই আয়োজনে ছিলেন না টনি ক্রুস এবং বেল। ওয়েলশ ফরোয়ার্ডের না থাকার কারণটাও বেশ চমকপ্রদ। রাত ১০ট্যা ঘুমিয়ে যান বলে থাকেন নি বেল, জানিয়েছেন কর্তোয়া। সেই সাথে বেল এখনও ব্রিটিশদের মত জীবনযাপন করেন মাদ্রিদে, এমন মন্তব্যও করেছিলেন বেলজিয়ান গোলরক্ষক। এভাবে প্রকাশ্যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলায় মার্সেলো এবং কর্তোয়ার ওপর চটেছে বেল।
সতীর্থদের সাথে বেলের দূরত্ব বাড়লেও কোচ সোলারি ঠিকই আছেন তার পাশেই। লেভান্তের বিপক্ষে ম্যাচের পর বেলের উদযাপনের ব্যাপারে প্রশ্ন শুনতেই কিছুটা চটে যান সোলারি নিজেও, 'গ্যারেথ এবং লুকাস দুজনই পেশাদারি ফুটবলার। উদযাপন যে যার খুশি, সেভাবে করতে পারে। আর ম্যাচের প্রত্যেক মুহূর্তে সবার মানসিকতা একই থাকে না। গোল করে উদযাপনের চেয়ে ম্যাচের বাকিটা সময় ভাল খেলে জয় নিশ্চিত করার দিকেই বেলএর ঝোঁক ছিল বেশি। পুরো ম্যাচে একেবারেই গড়পড়তা খেলার দিনে এমন চিন্তাভাবনা খুবই স্বাভাবিক। কিন্তু সামান্য কোনও কাহিনী পেলেই সংবাদমাধ্যম অতিরঞ্জিত করে নিজেদের স্বার্থ উসুলে ব্যস্ত হয়ে পড়ে। অবশ্যই আপনারা (সাংবাদিক) আমাদের চেয়ে বেশিবার ঘটনাটি দেখেছেন, আপনার অন্য মত থাকতেই পারে। তবে গ্যারেথ যেভাবে খুশি সেভাবে উদযাপন করতে পারে। তাকে নিয়ে আমাদের দলে কোনও সমস্যা নেই।'