• কোপা দেল রে
  • " />

     

    কিক অফের আগে: বার্নাব্যুতে 'ভয়' রিয়ালেরই

    কিক অফের আগে: বার্নাব্যুতে 'ভয়' রিয়ালেরই    

     বার্নাব্যুতে 'ভয়' রিয়ালেরই

    রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা; কোপা ডেল রে সেমিফাইনাল প্রথম লেগ; সান্তিয়াগো বার্নাব্যু; ২৮ ফেব্রুয়ারি, রাত ২টা

    ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর খুব সম্ভবত ইউরোপের সবচেয়ে 'হাই ভোল্টেজ' ম্যাচ 'এল ক্লাসিকো'। ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন, রঙ হারিয়েছে রিয়াল। কিন্তু এল ক্লাসিকোর আগে ঠিকই উত্তাপটা টের পাচ্ছে ফুটবলবিশ্ব। কোপা ডেল রে-র ফাইনালে যাওয়ার টিকেট নির্ধারণী হওয়ায় সেই উত্তাপ যেন বেড়ে দাঁড়িয়েছে কয়েক গুণ। ক্লাসিকো নিয়ে বাগযুদ্ধটা স্তিমিতই ছিল গত কয়েক ম্যাচে। লিওনেল মেসিকে ভয় পান না মন্তব্য করে সেই 'নিষ্ক্রিয় আগ্নেয়গিরি'কে যেন পুনর্জীবিত করেছেন ভিনিসিয়াস জুনিয়র। সেমিফাইনাল দ্বিতীয় লেগটা নিজেদের মাঠেই চাইবে যেকোনো দল। কিন্তু প্রতিপক্ষ যখন বার্সা, তখন বার্নাব্যুতেই 'ভয়' রিয়ালের। বার্নাব্যুতে লা লিগার শেষ ৩ 'ক্লাসিকোতে'ই যে মেসিদের কাছে হার মানতে হয়েছে তাদের!

     

    'ভিনিসিয়াস ভুল কিছু বলেনি'

    যেকোনো বড় ম্যাচের আগেই কথার লড়াইটা মানসিক দিক দিয়ে অনেক বড় প্রভাব ফেলে। হোসে মরিনহোর রিয়ালের কোচের দায়িত্ব ছাড়ার পর থেকে কিছুটা নেতিয়েই পড়েছিল 'বাগযুদ্ধ'-এর ক্লাসিকো। কিন্তু গত রবিবার মেসিকে ভয় পায়না রিয়াল, এমন মন্তব্য করে রীতিমত আলোড়ন তুলেছেন ভিনিসিয়াস। তরুণ ফরোয়ার্ডকে সমর্থন জানাচ্ছেন রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি, 'কালকের ম্যাচটা দুর্দান্ত হবে। ক্লাসিকো দিয়ে স্প্যানিশ ফুটবলের জাতটা চেনানো যায় পুরো বিশ্বকে। অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে এখানে আসতে পেরেছি আমরা। এখন ভয় পেলে চলবে না। মেসির ব্যাপারে ভিনি (ভিনিসিয়াস) ভুল কিছু বলেনি। এতদূর এসে আমরা যদি ভয় পেয়ে যাই, বা কেবল লিওকে ঘিরেই ট্যাকটিক্স সাজাই; তাহলে হারের সম্ভাবনাটা বেড়ে যায় কয়েক গুণ। কারণ বার্সায় মেসি ছাড়াও অনেক দুর্দান্ত ফুটবলার আছে, যারা সামান্যতম সুযোগ পেলেই আমাদের ভোগাতে সক্ষম।'

     

     

    ভিনিসিয়াসকে সমর্থন জানিয়ে তাকে রীতিমত প্রশংসায় সিক্ত করেছেন সোলারি, 'এত অল্প বয়সে রিয়ালের জার্সিতে নিজেকে প্রমাণ করা সহজ নয় কোনোভাবেই। ভিনি দুর্দান্ত খেলেছে পুরোটা মৌসুম। ড্রেসিংরুমে 'সিনিয়র'দের (রামোস, মদ্রিচ) সম্মানটুকু আদায় করে নিয়েছে সে। আক্রমণভাগে করিমের (বেনজেমা) সাথে তার বোঝাপড়াটা অল্প সময়েই দুর্দান্ত হয়েছে। কিন্তু মাটিতেই পা রাখছে সে। এটাই ওর সবচেয়ে শক্তিশালী দিক।' বার্নাব্যু সমর্থকদের কাছে পূর্ণ সমর্থন চেয়ে সংবাদ সম্মেলনে ইতি টানেন সোলারি, 'এরকম বড় ম্যাচে নিজেদের সমর্থকেরা দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকা পালন করতে পারে। তারা (সমর্থকেরা) আমাদের পুরোটা মৌসুম দারুণ সমর্থন জানিয়ে গেছেন। আজ সেই সমর্থনটা সবচেয়ে বেশি দরকার। আশা করি সমর্থকেরা আমাদের নিরাশ করবেন না।'

     

    'ইতিহাস ভেবে আত্মতুষ্টিতে ভুগতে চাই না'

    বার্নাব্যু রিয়ালের 'হোম' গ্রাউন্ড হলেও এই মাঠে শেষ ৩ ম্যাচে জয় পেয়েছে বার্সাই। কার্লো আনচেলত্তির অধীনে সেই ২০১৪-১৫ মৌসুমের পর বার্নাব্যুতে বার্সাকে হারাতে পারেনি রিয়াল। দ্বিতীয় লেগের আগে যা নি:সন্দেহে বার্সার অন্যতম 'প্লাস পয়েন্ট' হওয়া উচিত। কিন্তু এমনটা মানতে নারাজ কাতালান কোচ এর্নেস্তো ভালভার্দে, 'আগে কী হয়েছে না হয়েছে, সেসব আজকের ম্যাচের আগে ভাবতে চাই না। আমাদের আজ গোল করতেই হবে। আক্ষরিক অর্থেই 'নক আউট' ম্যাচে নামছি আমরা। সামান্য পা হড়কালেই গত কয়েক মাসের পরিশ্রম অর্থহীন হয়ে পড়বে। নিজেদের মাঠ এবং সমর্থকদের নিয়ে রিয়ালও তেতে থাকবে। নিজেদের সেরাটা দেওয়া ছাড়া উপায় নেই আমাদের।'

     

     

    মেসির বিপক্ষে কিছুটা বেফাঁস মন্তব্যই করেছিলেন ভিনিসিয়াস। অনেকের কাছে দাম্ভিকতার মনে হলেও ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবেই নিচ্ছেন ভালভার্দে, 'ভিনিসিয়াস দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছে। আমি তাকে অভিনন্দন জানাই। প্রত্যেকেই নিজেদের মতামত প্রকাশের ক্ষেত্রে স্বাধীন। লিওকে সে ভয় না-ই পেতে পারে। এর মানে এই না যে লিও ফর্মহীনতায় ভুগছে বা রিয়ালকে সে ভোগাতে পারবে না। সেভিয়ার বিপক্ষে লিও নিজের সেরাটা দিয়েছে। বার্নাব্যুতেও শেষ কয়েক ম্যাচে ওর পারফরম্যান্স অসাধারণ। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটুক, সেটাই চাই আমরা।'

     

    দলের খবর

    মৌসুমের অন্যতম বড় ম্যাচের আগে ইনজুরি নিয়ে খুব একটা দুশ্চিন্তায় নেই কোনও দলই। পিঠের ব্যথা সেরে উঠলেও রিয়ালের হয়ে থাকছেন না ইস্কো। প্রথম লেগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় থাকছেন না মার্কোস ইয়োরেন্তেও। পূর্ণ অনুশীলনে ফেরায় বার্সার স্কোয়াডে ফিরেছেন গোলরক্ষক জাস্পার সিলিসেন এবং মিডফিল্ডার আর্থার মেলো। গত সপ্তাহে সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মূল একাদশে ফিরেছিলেন স্যামুয়েল উমতিতিও।

     

    সম্ভাব্য মূল একাদশ

    রিয়াল (৪-৩-৩): নাভাস; কারভাহাল, রামোস, ভারান, রেগুইলন; ক্রুস, মদ্রিচ, কাসেমিরো; ভাজকেজ, বেনজেমা, ভিনিসিয়াস

    বার্সেলোনা (৪-৩-৩): টার স্টেগান; রবার্তো, পিকে, উমতিতি, আলবা; বুস্কেটস, রাকিটিচ, কুতিনিয়ো; ডেম্বেলে, মেসি, সুয়ারেজ

     

    সংখ্যায় সংখ্যায়

    • শেষ ৪ বছর ধরে কোপা ডেল রে জিতে আসছে বার্সা
    • ১৯৯৩-এর পর মাত্র দুইবার কোপা ডেল রে-র শিরোপা ঘরে তুলেছে রিয়াল
    • বার্সার কোচ হিসেবে আজ ম্যাচের 'সেঞ্চুরি' পূরণ করবেন ভালভার্দে