ফাইনালে বার্সার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া
১১ বছর পর কোপা ডেল রের ফাইনালে উঠেছে ভ্যালেন্সিয়া। রিয়াল বেটিসের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে তারা শেষ করেছিল ২-২ গোলে। গোলশূন্য ড্র হলেও ভ্যালেন্সিয়াই উঠে যেত ফাইনালে। মেস্তায়াতে শেষ পর্যন্ত ম্যাচটা আরেকটু সহজ বানিয়েই জিতেছে ভ্যালেন্সিয়া। ১-০ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে ফাইনালের টিকেট কেটেছে তারা।
মে মাসের ২৫ তারিখে তাই কোপা ডেল রের ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। ৩০ বারের চ্যাম্পিয়নস বার্সা সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল আগেই। গত রাতে নিশ্চিত হয়েছে ফাইনালের আরেকটি দলও। ফাইনাল হবে বেটিসের মাঠ বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে।
মেস্তায়াতে প্রথমার্ধে অবশ্য দুইদলই সতর্ক হয়ে খেলেছে। তবে দ্বিতীয়ার্ধের খেলায় একটু বেশিই উজ্জীবিত ছিল ঘরের দল। ৫৬ মিনিটে কেভিন গ্যামেইরো ঢুকে পড়েন বেটিসের রক্ষণে, এরপর বল পাঠান রদ্রিগো মরেনোর কাছ। ফাঁকা বারে জায়গামতো বল ঠেলে দিয়ে দলকে এগিয়ে নিতে ভুল করেননি তিনি। এক গোলে পিছিয়ে পড়ার পর বেটিসের দরকার ছিল আর কোনো গোল হজম না করে আরও দুই গোল করা। বেটিসের পায়ে বল থাকলেও, ভ্যালেন্সিয়ার আঁটোসাটো রক্ষণ আর সেভাবে বেটিসকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি।
সবশেষে ২০০৮ সালে ফাইনালে উঠেছিল ভ্যালেন্সিয়া। সেবার শিরোপা জিতেই মাঠ ছেড়েছিল তারা। তবে বার্সার বিপপক্ষে কোপা ডেল রে তে তাদের রেকর্ড মোটেই ভালো নয়। আগেরবার ও ২০১৬ সালে সেমিফাইনালে দুইবারই হেরেছিল ভ্যালেন্সিয়া। আর দুইদল সবশেষ ফাইনালে মুখোমুখি হয়েছিল ১৯৭১ সালে। সেবারও বার্সাই জিতেছিল কোপার ডেল রে।